DJ হয়ে নতুন পথ চলা শুরু Vicky-র, আসছে বড় ধামাকা

0
142

বিনোদন ডেস্ক: চোখে চশমা, পরণে প্রিন্টেড শার্ট, মাথায় ব্যান্ডানা, এক কানে দুল,নয়া অবতারে ধরা দিলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সম্প্রতি সেই ছবি পোস্ট করেছেন উরি খ্যাত অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, “ভিকি কৌশল এখন DJ Mohabbat।” তাহলে কি অভিনয় ছেড়ে নতুন পেশায় যোগ দিলেন ভিকি কৌশল ?

সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছবি ভাইরাল। না তবে DJ হয়ে নতুন পথ চলা শুরু নয় ভিকির। আসছে তাঁর নতুন ছবি ‘ডিজে মহব্বত’ । ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা। পরিচালনায় রয়েছেন অনুরাগ কাশ্যপ। এই নিয়ে চতুর্থ বার অনুরাগ কশ্যপের সঙ্গে কাজ করছেন ভিকি কৌশল। এর আগে ‘মনমর্জ়িয়াঁ’ ছবিতেও এক অন্য রকম চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতাকে। এদিন প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক।

- Advertisement -

 

View this post on Instagram

 

A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

ছবিতে ভিকির পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে Alaya F এবং Karan Mehta’কে। আগামী ৩ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে ছবি। ছবি সম্পর্কে পরিচালক অনুরাগ কাশ্যপ বলেন, ‘‘ডিজে মহব্বতের জন্য এমন একজন’কে দরকার ছিল যাকে মানুষ ভালোবাসেন। ভিকিকে আমি ছোটবেলা থেকে চিনি। ও এই এই চরিত্রের জন্য একদম পারফেক্ট।”