শুরু করেও শুটিং বন্ধ করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

0
57

অর্পিতা দাস: আজ সকালেই এক বিশেষ ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং করার কথা ছিল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের, কিন্তু সেখানে পৌঁছে মাঝপথে শুটিং বন্ধ করে দিলেন অভিনেতা।

এক বিশেষ বিজ্ঞাপনী ব্র্যান্ডের শুটিং হওয়ার কথা ছিল আজ, সময় মতো সেখানে পৌঁছে যান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু সেখানে পৌঁছে জানতে পারেন ফেডারেশন এর কলাকুশলীদের ছাড়া চলছে সেই শুটিং, একথা জানার পর শুটিং করতে রাজি হন নি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ফেডারেশনকে জানিয়ে তবেই শুটিং করবেন বলে জানান অভিনেতা। তবে আজ শুটিং বন্ধ হলেও অন্য কোনওদিন অবশ্যই ডেট দেবেন বলে জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই খবর জানার পর ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে।

ফেডারেশনের পক্ষ থেকে এই অভিনেতার উদ্দেশ্যে লেখা হয়েছে, ‘বাংলা চলচ্চিত্রের অন্যতম বিশিষ্ট অভিনেতা শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি আমাদের বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছেন, গৌরবান্বিত করেছেন তাঁর অভিনয়ের আলোক দ্যুতিতে ; তিনি আরো একবার প্রমান করলেন যে তিনি ফেডারেশনের কলাকুশলীদের সঙ্গেই আছেন , তাদের পাশে আছেন I যখন এক নামী ব্র্যান্ড এর শুটিং এ তিনি জানতে পারেন ফেডারেশনের কলাকুশলীদের ছাড়াই সেই শুটিংটি হচ্ছে, তিনি তৎক্ষণাৎ সেটি ফেডারেশনের গোচরে আনেন ও জানান তিনি ফেডারেশনের কলাকুশলীদের সঙ্গে নিয়েই তিনি শুটিং করতে চান, এর জন্য তিনি অন্য আরেকদিন ডেট দিতেও প্রস্তুত আছেন বলে জানান I
আমরা সাধুবাদ জানাই বুম্বাদার এই মহানুভবতাকে I

অনেকেই এখন যাঁরা ক্ষমতার অলিন্দে বসে প্রতিনিয়ত কলাকুশলীদের সমালোচনা করেন; বিপদের দিনে পাশে দাঁড়িয়ে কলাকুশলীদের সাথে দুঃখ কষ্ট ভাগ করে নেবার ন্যূনতম প্রয়োজনীয়তা ও বোধ করেন না, এরা ভুলে যান তারাও কিন্তু কলাকুশলীদের উপরেই নির্ভরশীল ! অথচ সৌজন্যের ধার ও ধারেন না এই মানুষগুলো। শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর কাছে আমরা কৃতজ্ঞ I ফেডারেশন এর সমস্ত কলাকুশলীদের পক্ষ থেকে তাঁকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কুর্নিশ!
ফেডারেশনের সমস্ত কলাকুশলীবৃন্দ।’

- Advertisement -

বেশ কিছুদিন ধরেই ফেডারেশন এর সঙ্গে প্রযোজক সংগঠন এবং আর্টিস্ট ফোরাম এর মতবিরোধের কারণে ধারাবাহিকের শুটিং এর ক্ষেত্রে নানান সমস্যা দেখা দিয়েছে। যদিও অবশেষে অরূপ বিশ্বাসের হস্তক্ষেপে এখন শান্তিপূর্ণভাবেই চলছে শুটিং।