দুপুর ২টোয় প্রকাশিত হবে CBSE-র ক্লাস টুয়েলভের ফল

0
166

কলকাতা: আজ, শুক্রবার দুপুর ২টোয় প্রকাশিত হবে সিবিএসই-র ফলাফল। সিবিএসই-এর অফিসিয়াল ওয়েবসাইট- cbse.nic.in এবং cbse.gov.in.-এ গিয়ে পরীক্ষার ফলাফল জানা যাবে৷ স্বভাবতই উচ্ছ্বসিত পড়ুয়ারা৷

আরও পড়ুন: মাতৃত্বই জীবনের সেরা উপহার, বললেন জনপ্রিয় অভিনেত্রী

- Advertisement -

প্রসঙ্গত, আগাম কোনও ঘোষণা না করে এবারে ফলাফল প্রকাশের ক্ষেত্রেও চমক এনেছে CBSE বোর্ড৷ এদিন সকালে বোর্ডের তরফে ফলাফল প্রকাশের বিষয়ে একটি টুইট প্রকাশ করা হয়৷ ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির একটি দৃশ্যর ক্যাপশনে লেখা ‘আখির ও দিন আ হি গ্যায়া’ অর্থাৎ প্রতীক্ষিত সেই দিনটি এসে গিয়েছে৷

করোনা আবহে এবারে হয়নি সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। তাই চলতি বছরের মূল্যায়ণের ভিত্তিতেই ফল প্রকাশের সিদ্ধান্ত নেয় বোর্ড৷ এজন্য বোর্ডের তরফে মূল্যায়ণের মাপকাঠি নির্ধারণ করা হয়েছিল৷ সেই গাইড লাইন ফলো করেই সিবিএসই অনুমোদিত স্কুলগুলি পড়ুয়াদের নম্বর পাঠিয়ে দিয়েছে বোর্ডে। ফলাফলের চূড়ান্ত সেই তালিকায় প্রকাশিত হবে দুপুর ২টোয়৷

জানা গিয়েছে সিবিএসই-র ওয়েবসাইটের পাশাপাশি ফোন বা এসএমএসের মাধ্যমেও ফল জানা যেতে পারে। ইন্টার অ্যাকটিভ ভয়েস রেসপন্স সিস্টেমের মাধ্যমে ফল জানতে দিল্লির ক্ষেত্রে ২৪৩০০৬৯৯ নম্বরে এবং দিল্লির বাইরে ০১১-২৪৩০০৬৯৯ নম্বরে ফোন করতে হবে।