মুম্বইয়ের চার তলা অফিসকে কোয়ারেন্টাইন করার প্রস্তাব শাহরুখ-গৌরীর

0
462

মুম্বই: ক্রমশ খারাপ হচ্ছে মহারাষ্ট্রের পরিস্থিতি৷ এই রাজ্যেই করোনায় সর্বাধিক মৃ্ত্যু হয়েছে৷ আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে৷ হাসপাতাল গুলিতে ভিড় উপচে পড়ছে৷ এদিকে কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থাও সীমিত৷ এই অবস্থায় মুম্বইয়ের চার তলা অফিস কোয়ারেন্টাইনের জন্য খুলে দিলেন বলিউড বাদশা শাহরুখ খান ও তাঁর বেগম গৌরী খান৷

শাহরুখ ও গৌরীর প্রস্তাব গিয়ে পৌঁছয় বৃহন্মুম্বই পুরসভার কাছে৷ শনিবার পুরসভা টুইট করে শাহরুখ ও গৌরীকে ধন্যবাদ জানিয়েছে৷ পুরসভার অফিসিয়াল টুইটার পেজে লেখা হয়, চার তলার অফিস কোয়ারেন্টাইনের যে প্রস্তাব শাহরুখ ও গৌরী দিয়েছেন তার জন্য দু’জনকে ধন্যবাদ৷ ওই অফিসে অত্যাবশ্যকীয় পণ্য সমতে শিশু, মহিলা ও বয়স্কদের কোয়ারেন্টাইন করে রাখা যাবে৷

- Advertisement -

করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এসেছেন বলিউড বাদশা৷ তিনি পিএম কেয়ার ফান্ড, মহারাষ্ট্র, দিল্লি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ফান্ডে অর্থ সাহায্য করেছেন৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও তাঁর পুত্র আদিত্য ঠাকরে শাহরুখকে ধন্যবাদ জানিয়েছেন৷ এছাড়া কিং খান অন্যান্য সংস্থাতেও বিপুল পরিমাণ অর্থ সাহায্য করেছেন৷