কেন্দ্রের কড়া নির্দেশে এবার কন্টেনমেন্ট জোনে বাজার বন্ধ

0
58

নয়াদিল্লি: শীতের মরশুমে বাড়তে পারে করোনা সংক্রমণ তা চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞরা আগেই সকলেই জানিয়েছিলেন। ভ্যাকসিনের ট্রায়াল চলছে তাই এই পরিস্থিতিতে মাস্ক এবং সামাজিক দূরত্ববিধি বজায় রাখা ছাড়া আর কোনও হাতিয়ারও নেই।

এই কারণে সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে কন্টেনমেন্ট জোনে বাজার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এছাড়া ওই বিবৃতিতে বলা হয়েছে, বাজারের মধ্যে সমস্ত দোকানদাররা যেন সরাসরি মানুষের সংস্পর্শ এড়িয়ে চলেন। বাজার বন্ধের বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলিকে পর্যবেক্ষণের সাব কমিটি গড়ার নির্দেশ দেওয়া হবে। এই নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্র।

- Advertisement -

 

অন্যদিকে জানানো হয় কন্টেনমেন্ট জোনের বাইরে দোকান-বাজার খোলা যাবে। এদিন আবারও কেন্দ্রের অনুরোধ যাতে অপ্রয়োজনে মানুষ বাড়ি থেকে বের না হয়। পাশাপাশি ৬৫ বছর বয়সী বয়স্কদের বাড়িতেই থাকতে বলা হয়। তবে কেন্দ্র বিশেষ গুরুত্ব দিচ্ছে কো-মর্বিডিটি যুক্ত মানুষ এবং ১০ বছরের কম বয়সী শিশুদের দিকেও।

দীপাবলির পরেই দেশের বিভিন্ন জায়গায় আবারও বেড়েছে এই ভাইরাসের প্রকোপ। কেরল, মহারাষ্ট্রের অবস্থা চিন্তায় ফেলেছে। তাই এই সময় শীতের শুরুতেই রাশ টানতে মরিয়া কেন্দ্র। কিন্তু কলকাতায় নতুন করে বালিগঞ্জ, টালিগঞ্জ এবং গড়িয়ার ভ্যালিপার্কে একটি করে জায়গা কন্টেনমেন্ট জোন হিসেবে নির্বাচিত হয়েছে। ফলে এই নির্দেশিকা এই অঞ্চলেও প্রযোজ্য হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।