বিমানবন্দরের পরির্বতে রবীন্দ্রসদনে KK-কে গান স্যালুট দেওয়ার নির্দেশ মমতার

0
109

কলকাতা: KK-র মৃত্যুর খবর পেয়েই মাত্র ২৫ মিনিটে নিজের বক্তব্য শেষ করে বাঁকুড়া থেকে সোজা কলকাতা রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার আগে তিনি টুইট করে শোকবার্তা প্রকাশের পাশাপাশি বাঁকুড়ার কর্মীসভা মঞ্চ থেকে KK-র মৃতদেহকে গান স্যালুট দেওয়ার কথা জানান তিনি৷

কলকাতা বিমানবন্দরে নেমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পিজি-তে ময়নাতদন্ত চলছে৷ সময় সাপেক্ষ কাজ ময়নাতদন্ত তাই কোনো রকম তাড়াহুড়োর কিছু নেই৷ সেখান থেকে দেহ রবীন্দ্রসদন নিয়ে যাওয়া হবে৷ KK-র মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য ৫ টা ১৫ মিনিটে ওনাদের ফ্লাইট আছে৷ তাই কলকাতা বিমানবন্দরের পরিবর্তে রবীন্দ্র সদনে গান স্যালুট দেবো৷’’

- Advertisement -

মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান ছিল KK-এর৷ অনুষ্ঠান শুরুর আগে বিকেল সাড়ে ৬ টা নাগাদ ব্যাপক ভিড়ের কারণে গায়কের মুখের সামনেই হঠাৎ অগ্নিনির্বাপক যন্ত্র ফেটে যায়৷ তারপর থেকেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি৷ অনুষ্ঠান চলাকালীনও বেশ অস্বস্তিতে ছিলেন তিনি৷

জানা গিয়েছে, বারবার স্পট লাইট বন্ধ করার জন্য বলছিলেন কে কে৷ বিরতির সময়ে ব্যাক স্টেজে বিশ্রামও নেন তিনি৷ এরপর হোটেলে ফিরলে আরও অসুস্থ বোধ করতে শুরু করেন। এরপর সঙ্গীত শিল্পিকে নিয়ে যাওয়া হয় সিএমআরআই হাসপাতালে৷ সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷

মঙ্গলবার রাতে কে কে-র মৃত্যুর পর বুধবার এসএসকেএমে তাঁর দেহ ময়নাতদন্ত হবে৷ কলকাতায় এসে পৌঁছেছে প্রয়াত সংগীতশিল্পীর স্ত্রী ও পুত্র সহ পরিবারের বাকি সদস্যরা৷ ঠিক কী কারণে কে কে-র মৃত্যু হয়েছে সেই প্রশ্নের উত্তরে আগ্রহী তাঁর ভক্তরা৷

সেই সঙ্গে কলকাতার যে হোটেলে এসে তিনি ছিলেন অর্থাৎ অনুষ্ঠান শেষে তিনি যেখানে গিয়েছিলেন সেখানের মালিককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ খতিয়ে দেখছে হোটেলের সিসিটিভি ফুটেজ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে হোটেলের সিসিটিভি ফুটেজ৷