বাড়ল আংশিক লকডাউনের মেয়াদ, স্কুল বন্ধ থাকলেও মেলাতে নেই কোনও আপত্তি

0
477

কলকাতা: বাড়ল আংশিক লকডাউনের মেয়াদ৷ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হল৷ তবে নতুন করে কিছু বিধি নিষেধ আরোপ করা হলেও খোলা পরিবেশে মেলা করার ক্ষেত্রে রইল না বাধা৷ শুধু কোভিড প্রোটকল মেনে চললেই হবে৷ তবে আগের মতোই বন্ধ থাকছে স্কুল৷ শনিবার দুপুরে এবিষয়ে নবান্নের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷

রাজ্যের মুখ্যসচিবের তরফে এদিন দুপুরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আংশিক লকডাউনের অতীতের নিয়ম বহাল রাখা হচ্ছে৷ তবে বিয়ে বাড়ি বা ওই জাতীয় সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে সর্বাধিক দু’শোজন অথবা যেখানে অনুষ্ঠান হবে সেই ঘরের ধারণ ক্ষমতা অনুযায়ী পঞ্চাশ শতাংশকে নিয়ে অনুষ্ঠান করা যাবে৷ তাৎপর্যপূর্ণভাবে এবারের বিজ্ঞপ্তিতে বিশেষ ছাড় দেওয়া হয়েছে মেলার ক্ষেত্রে৷ বলা হয়েছে, কোভিড বিধি মেনে খোলা আকাশের নিচে মেলা করা যেতে পারে৷

- Advertisement -

স্বাভাবিকভাবে এহেন বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই জনমানসে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে৷ কারণ, সুনিুর্দিষ্টভাবে মেলার কথা উল্লেখ রয়েছে৷ স্বাভাবিকভাবেই স্কুল বন্ধ অথচ মেলা করার অনুমতি নিয়ে বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে প্রশ্ন৷

যদিও নবান্নের তরফে বলা হচ্ছে, যেহেতু মাঘ, ফাল্গুন মাসে বিয়ের মরসুম তাই বিয়ে বাড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে৷ একই সঙ্গে শীতকালে বহু এলাকাতেই মেলা বসে৷ তাতে কিছু মানুষের রুটি রুজি নির্ভর করে৷ সেদিকে খেয়াল রেখেই মেলার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে৷ যদিও স্কুল বন্ধের কোনও সঠিক সদুত্তর না মেলায় জনমানস থেকে উঠে আসছে তীব্র প্রতিক্রিয়া৷

আরও পড়ুন: মদন মিত্র ও তাঁর ছেলের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ