বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় করোনায় আক্রান্ত

0
299
File Photo

কলকাতা: বঙ্গ রাজনীতিতে ফের করোনার থাবা। ভোট চলাকালীন কোভিড পজিটিভ আরও এক রাজনীতিবিদ। এবার করোনায় আক্রান্ত বিজেপির তারকা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে নেত্রী নিজেই ফেসবুক পোস্টে একথা জানান। রূপা লিখেছেন, আমি করোনায় আক্রান্ত হয়েছে। দুঃখিত বন্ধুরা।

এদিন রূপা করোনার আক্রান্ত হওয়ার বিষয়টি ফেসবুক পোস্টে জানানোর পর অসংখ্য অনুরাগী তাঁর আরোগ্য কামনা করেন। উল্লেখ্য, এর আগে বিজেপির আরও এক তারকা সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

- Advertisement -

করোনার উপসর্গ দেখা দেওয়ায় দিনকয়েক আগেও লালা পরীক্ষা করান রূপা। এপিলের ১৩ তারিখ নেত্রী ফেসবুক পোস্টে জানান, তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে জ্বর, সর্দি, কাশি সহ অন্যান্য উপসর্গ তাঁর শরীরে ছিল। পরিস্থিতির উন্নতি না হওয়ায় তিনি ফের করোনা পরীক্ষা করান। সেই রিপোর্ট পজিটিভ আসে।

এদিকে রাজ্যের করোনা পরিস্তিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যাটা প্রায় ছয় হাজার৷ মৃত্যু হয়েছে আরও ২৪ জনের৷ ক্রমেই কমছে সুস্থতার হার৷

বুধবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন (State Health Department)-এর বুলেটিনের তথ্য অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের (COVID-19) সংখ্যা ৫,৮৯২৷ তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লক্ষ ৩০ হাজার ১১৬ জন৷

রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে আরও ২৪ জনের৷ মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ২০৷ যাদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে কলকাতার ৭ জন, উত্তর ২৪ পরগণার ৭ জন, দক্ষিণ ২৪ পরগণার ১ জন, হাওড়ার ১ জন, পশ্চিম বর্ধমানের ৪ জন, পূর্ব বর্ধমানের ১ জন, পশ্চিম মেদিনীপুরের ১ জন ও মুর্শিদাবাদের ২ জন রয়েছেন৷ সব মিলিয়ে বাংলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৪৫৮ জন৷

বাংলায়(West Bengal) গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২,২৯৭ জন৷ মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৮৭ হাজার ৩৭ জন৷ আর সুস্থতার হার কমে ৯৩.১৬ শতাংশ৷ কয়েকদিন আগেও ছিল ৯৭.৩৬ শতাংশ৷