আইএসএফ কর্মীদের ওপর হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

ধারালো অস্ত্র দিয়ে আরএসএফ কর্মীদের কোপানো হয় বলে অভিযোগ

0
181

উত্তর ২৪ পরগনা: নির্বাচনী সভা করার সময় আইএসএফ কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালানোর অভিযোগ উঠল। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। এই ঘটনায় আইএসএফের ৫ জন কর্মী আহত হয়েছেন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে শাসন থানার অন্তর্গত দাদপুর গ্রাম পঞ্চায়েতের মানিকপুর এলাকা। আহতদের মধ্যে দুজনকেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: রাশিয়ার টিকা স্পুটনিক ভি’কে ছাড়পত্র দিল কেন্দ্র, তৃতীয় ভ্যাকসিন পেল ভারত

- Advertisement -

অপরদিকে দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের দত্তপুকুরের লক্ষ্মীপুরে আইএসএফ কর্মীদের হামলা চালানোর অভিযোগ উঠল। ধারালো অস্ত্র দিয়ে আরএসএফ কর্মীদের কোপানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে হাড়োয়া বিধানসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী কুতুবউদ্দিন ফতেহি, দেগঙ্গার প্রার্থী করিম আলি শাসনের খড়িবাড়ি এলাকায় লোকজন নিয়ে জড়ো হন। কুতুবউদ্দিন ফতেহি বলেন, নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস। তাই আমাদের কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। নির্বাচন কমিশন অবিলম্বে ১৪৪ ধারা জারি করুক।