CBI-র পর এবার ED, গরুপাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ মলয়কে তলব

0
48

খাস ডেস্ক: CBI-র পর এবার তৎপর ED। গরুপাচার মামলায় এবার অনুব্রত ঘনিষ্ঠ মলয়কে তলব করল ED। চলতি সপ্তাহের মধ্যেই মলয় পিঠকে দিল্লিতে হাজিরার নির্দেশ দিয়েছে ED। মলয় পিঠকে ডেকে জিজ্ঞাসাবাদ করলেই হয়ত গরুপাচার কাণ্ডের কোটি কোটি টাকার লেনদেন সম্পর্কে সমস্ত আজানা তথ্য প্রকাশ্যে আসবে বলেই অনুমান করছেন আধিকারিকরা। এর আগেও একাধিকবার একাধিকবার ব্যবসায়ী তথা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পিটকে তলব করেছিল তদন্তকারীরা।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

তদন্তকারী আধিকারিক সূত্রের খবর, মলয়ের ট্রাস্টের সঙ্গে অনুব্রত-ঘনিষ্ঠদের কোটি কোটি টাকার লেনদেন রয়েছে। আর সেই টাকা বেসরকারি মেডিক্যাল কলেজে বিনিয়োগ করা হয়েছে বলেই অনুমান করছেন আধিকারিকরা। এছাড়াও অনুব্রত-ঘনিষ্ঠ মলয় পিটের নামে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ আগেই পেয়েছেন তাঁরা। সেগুলি থেকে বিপুল অর্থের নয়ছয় হয়েছে।

আরও পড়ুন-চিটফান্ড দুর্নীতিকাণ্ডে তৃণমূল নেতাকে তলব CBI-এর

এত টাকা কোথা থেকে এল? কিংবা এর পিছনে আর কে কে জড়িত রয়েছে? এছাড়াও কোথা থেকে ওই সমস্ত অ্যাকাউন্টে টাকা ঢুকত? এই সবস্ত বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাছাড়াও তাঁর সঙ্গে গরু পাচার মামলায় কোনও যোগ সূত্র রয়েছে কি না তাও খতিয়ে দেখছেন আধিকারিকরা।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

প্রসঙ্গত, বীরভূমে মলয় পিটের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শান্তিনিকেতনে মেডিক্যাল কলেজও তৈরি করেছেন মলয় পিট। যদিও সবটাই শাসকদল তৃণমূল কংগ্রেসের আমলেই। স্বাধীন ট্রাস্ট ও সতীর্থ চ্যারিটেবল ট্রাস্ট নামে দুটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান মলয় পিট।