ভয়াবহ ধস নেমে এসেছে একাধিক এলাকায়, বিধ্বস্ত গোটা উত্তরবঙ্গ

0
33
প্রতীকী ছবি

খাসখবর ডেস্ক: এক টানা বৃষ্টিতে বিধ্বস্ত গোটা উত্তরবঙ্গ। রাজ্যের একাধিক জায়গায় নেমে এসেছে ভয়াবহ ধস। কালিম্পঙ, সিঙ্গামারিতে ধসে নেমে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। পাশাপাশি ১০ নম্বর জাতীয় সড়কের একটা বড় অংশ অবরুদ্ধ হয়ে পড়েছে।

জানা গিয়েছে, উত্তরবঙ্গের সেবক রংপো রেলপথেও ধস নেমেছে। একসঙ্গে মল্লির কাছে কালিম্পং সংলগ্ন মামখোলার ধস নামার ফলে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। পাশাপাশি নিখোঁজ হয়েছেন আরও দুইজন। যদিও তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

- Advertisement -

আরও পড়ুন-জলমগ্ন তিলোত্তমা, ছয়টি জেলায় লাল সতর্কতা জারি 

বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের জেরে গত দু’দিন ধরে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে রাজ্য। অবিরাম বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা ও শহরতলীর বিভিন্ন এলাকা। বৃষ্টির প্রভাব থেকে বাদ যায়নি উত্তরবঙ্গ ও। সেখানের বহু জায়গায় পরিস্থিতি খুবই খারাপ।

জানা গিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি খুলনার কাছাকাছি একটি স্থানে অবস্থান করছে। শুক্রবার অর্থাৎ এদিন এই নিম্নচাপটি রাজ্যের উপর দিয়ে বিহারের দিকে যাবে। এই নিম্নচাপটি মুর্শিদাবাদ বীরভূমের উপর দিয়ে বিহার, ঝাড়খণ্ডে প্রবেশ করবে। যেহেতু এদিন নিম্নচাপটি বাংলার ওপর দিয়ে বিহারে প্রবেশ করবে। সে কারণেই বাংলায় অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।

প্রতীকী ছবি

এছাড়াও পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমানার রংপো, মিল্লির পরস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে বলে জানা গিয়েছে। ধসের কবলে পড়েছে দার্জিলিং থেকে কালিম্পঙ আসার রাস্তাও।ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টানা বৃষ্টির কারণে উদ্ধারকাজে সময় লাগবে। তবে উদ্ধারকর্মীরা সবার প্রথমে ধস কবলিত এলাকা গুলিতে রাস্তা পরিষ্কার করবে। যাতে যোগাযোগব্যবস্থা কিছুটা ঠিক করা যেতে পারে। এছাড়াও বিপর্যস্ত এলাকাগুলি থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন-দু’দিনের বৃষ্টিতে এখনও জলে ভাসছে হাওড়া

তবে আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির দাপট আরও বাড়বে উত্তরবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। এছাড়াও শনিবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।