করোনা রুখতে যৌনপল্লিতে স্যানিটাইজেশন

0
83

ইসলামপুর: করোনা মহামারি আজ জাঁকিয়ে বসেছে সারা রাজ্যে। আজ বহু মানুষ করোনাতে আক্রান্ত হচ্ছে। রাজ্যের পুরসভা থেকে বহু এলাকা স্যানিটাইজিং করা হচ্ছে। বহু গরীব মানুষের করোনার জন্য সাহায্য করা হচ্ছে। অনেক যুবক যুবতী এই করোনা রোগীদের জন্য এগিয়ে দিয়েছে। অনেক অসহায়দের কোভিড ভ্যাক্সিনেশানের ব্যবস্থা করা হয়েছে।

কিন্তু এসবের মাঝে একটা প্রশ্ন থেকে যায়। যৌনপল্লীর সদস্যরা এখন কেমন আছেন? এই লকডাউনে এদের রোজগার ও বন্ধ। এঁরা করোনা আক্রান্ত হলে কেমন আছেন? এদের খোঁজ আজও অজানা। এই যৌনকর্মীদের বর্তমান পরিস্থিতির খবর অনেকেই জানেন না।

- Advertisement -

তবে ইসলামপুরে এক ব্যতিক্রমী ঘটনা ঘটল। এক অভিনব উদ্যোগ নিলেন পুলিশ ও সমাজকর্মী বাপন দাস। তিনি ইসলামপুরের চম্পাবাগ নিষিদ্ধ পল্লীতে নিজের হাতে স্যানিটাইজিং করলেন। সেই সঙ্গে সক্ল যৌনকর্মীদের হাতে তুলে দিলেন মাস্ক এবং সাবান।

সমাজকর্মী বাপন দাস জানিয়েছেন, এই চম্পাবাগ এলাকার সকল মা বোনেরা পেট চালানোর দায়ে এইসব কাজ করেন। তারা যাতে এই করোনা পরিস্থিতিতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই চেষ্টাই করা হলো। এই মহল্লার বাড়ি বাড়ি এদিন দীর্ঘ সময় ধরে চলে এই স্যানিটাইজারের কর্মসূচি। এদিন এখানে উপস্থিত ছিলেন অন্যান্য সমাজকর্মীরা।