লস্কর জঙ্গিরা ভারতে অনুপ্রবেশে সফল, জারি উচ্চ সতর্কতা

0
27

শ্রীনগর: জম্মু-কাশ্মীরে সেনাদের লক্ষ্য করে বেশ বড় নাশকতার ছক যে জঙ্গিরা কষেছে তা গত এক মাস ধরে ঘটে যাওয়া ঘটনা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে। ফের ভারত পাক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে পাক প্রশিক্ষিত বিভিন্ন গোষ্ঠীর জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে খবর রয়েছে লস্কর-ই-তৈবার অন্তর্ভুক্ত সন্ত্রাসবাদীরা জম্মুতে অনুপ্রবেশ করতে সফল হয়েছে। সেই কারণেই জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।

ঈদের মধ্যে নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে সম্ভাব্য হামলার বিষয়ে একাধিক তথ্য পাওয়ার পরেই জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীকে উচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈবা গোষ্ঠীর অন্তর্ভুক্ত জঙ্গিরা সীমান্ত পেড়িয়ে জম্মুতে অনুপ্রবেশ করতে সফল হয়েছে। একাধিক সূত্র এই খবর নিশ্চিত করেছে। সেই সঙ্গে সেনা বাহিনী সজাগ রয়েছে এবং গ্যারিসনের আশেপাশে নজরদারি রাখতে বলা হয়েছে বলেই জানানো হয়েছে। তাত্ক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া সেনার দলগুলি যে কোনও সংকট মোকাবিলার জন্য প্রস্তুত থাকবে বলেই উল্লেখ করা হয়েছে।

- Advertisement -

আরও পড়ুন- মানবিক পুলিশের উদ্যোগে আড়াই মাস পর বাড়ি ফিরলেন নিখোঁজ বৃদ্ধ

সেনা সূত্র জানিয়েছে, “জম্মু সেক্টরে অনুপ্রবেশের বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গিয়েছে এবং সুরক্ষা বাহিনীর বেস এবং চলমান কনভয়গুলিকে জঙ্গিরা টার্গেট করেছে এই সম্ভাবনা বিবেচনা করেই ২১ শে জুলাই গ্যারিসনের বাইরে যানবাহন ও কর্মীদের চলাচল (জরুরি অবস্থার বাইরে, স্টেশন কমান্ডারদের দ্বারা যথাযথভাবে অনুমোদিত ছাড়া) নিয়ন্ত্রন করা হয়েছে।” অনুপ্রবেশের সময় একজন জঙ্গি আহত হয়েও বলেও সেনা সূত্রে জানানো হয়েছে।সূত্রে আরও বলা হয়েছে যে, “বিশ্বাসযোগ্য তথ্য গুলি জানিয়েছে যে জুলাইয়ের ১৪ এবং ১৫ তারিখ মধ্যরাতে তিনজন লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী জম্মুর আরএস পুরা সেক্টর থেকে সফলভাবে ভারতের দিকে প্রবেশ করেছিল।”

সন্ত্রাসবাদীরা সেনাবাহিনীকে টার্গেট করার জন্য জম্মু শ্রীনগর হাইওয়েতে উন্নত বিস্ফোরক ডিভাইস (আইইডি) স্থাপন করতে পারে বলেও সেনাদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে সুরক্ষা ও সতর্কতার পরিপ্রেক্ষিতে, আগামী ৪৮ ঘন্টার জন্য উচ্চ পর্যায়ের সতর্কতা অবলম্বন করা হবে এবং সমস্ত বাসিন্দাদের একটি সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে সেনানিবাসের বাইরে অভিযান এড়াতে অনুরোধ করা হয়েছে।