ডঃ বি আর আম্বেদকরের ১৩১ তম জন্মবার্ষিকী অনুষ্ঠান পালন ত্রিপুরায়

0
328

বিক্রম কর্মকার, ত্রিপুরা: ডঃ বি আর আম্বেদকরের ১৩১ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালো ত্রিপুরা তপশিলি জাতিকল্যাণ দফতর আগরতলা উজ্জয়ন্ত প্যালেসে। এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস সহ তপশিলি কল্যাণ দফতরের অন্যান্য আধিকারিকরা।

এছাড়াও আগরতলা কৃষ্ণনগরস্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে ও বুধবার পালিত হল ভারতের সংবিধান প্রণেতা ডঃ ভীমরাও আম্বেদকর-এর ১৩১ তম জন্মবার্ষিকী। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিজেপি সাধারণ সম্পাদক টিংকু রায় সহ ত্রিপুরা বিজেপি দলের অন্যান্য কার্যকর্তাগন। একইসঙ্গে বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এস.সি ডিপার্টমেন্টের উদ্যোগে ও আগরতলা পোস্ট অফিস চৌমুহুনিস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে ভারতের সংবিধান প্রণেতা ড: ভীমরাও আম্বেদকর-এর ১৩১ তম জন্মবার্ষিকী পালন করা হয়।

- Advertisement -

সংবিধান রক্ষা ও অধিকার রক্ষার আহ্বান জানিয়ে -ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির ডাকে বুধবার ডঃ বি .আর আম্বেদকরের ১৩১ তম জন্মজয়ন্তী পালন করা হয় আগরতলা মেলারমাঠস্থিত তপশিলি আম্বেদকর ভবনে।উপস্থিত ছিলেন সুধন দাস,সাধারণ সম্পাদক ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি সহ অন্যান্যরা। আত্মনির্ভর, আত্মউন্নয়ন, আত্ম সম্মান অর্জন, এবং স্বাধিকার প্রতিষ্ঠা যার আন্দোলনের মূলমন্ত্র ছিল তার জন্মদিন ১৪ই এপ্রিল।

কোন অন্যায়ের কাছে যিনি বশ্যতা স্বীকার করেননি তিনি হলেন ড: ভীমরাও রামজী আম্বেদকর। ১৪ই এপ্রিল প্রতিবছর স্বাধীন ভারতের সংবিধান প্রণেতা বঞ্চিত মানুষের মুক্তিযুদ্ধা ড:ভীমরাও আম্বেদকর-এর জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সহিত উদযাপন হয়। তিনি বলেছেন, “আমরা চাই সেই স্বাধীন ভারত যেখানে সকল মানুষের থাকবে সমান অধিকার, যেখানে সামাজিক নিপীরণ থাকবে না, অস্পৃশ্যতা যেখানে পাব বলে বিবেচিত হবে, এবং জন্মগত কারণে মানুষ মানুষকে ঘৃণা করবে না। কেবল পরনির্ভরশীলতা সুযোগ সুবিধা আদায়ে ইত্যাদির মাধ্যমে নিম্ন বর্নীয় হিন্দুরা যথার্থ উন্নতি ঘটবে না এর জন্য প্রয়োজন যথার্থ শিক্ষা জাগ্রত বিবেক এবং ব্যক্তি সচেতনতা।”