Agartala: সায়নীকে আটক করার জন‍্য আইনি নোটিস কোথায়? প্রশ্ন কুনাল, সুস্মিতাদের

0
71

আগরতলা,বিক্রম কর্মকার: বাংলা জয়ের প‍র এবার তৃণমূলের পাখির চোখ ত্রিপুরা। সামনেই পুরভোট ত্রিপুরায়। আর তাই ঘন ঘন পড়শি রাজ‍্যে হাজির হচ্ছে তৃণমূল নেতৃত্ব। আর তা করতে গিয়েই বহুবার আক্রমণেরও শিকার হতে হয়েছে রাজ্যের শাসকদলকে। এবার ফের পুলিশি ঝামেলায় জড়ালেন যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ।

আরও পড়ুনঃ Bankura: কোটি টাকা বরাদ্দ তবু মিলছে না পরিশ্রুত পানীয় জল, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

- Advertisement -

রবিবার ভোট প্রচারে ত্রিপুরা গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। সেখানেই ঘাঁটি গেড়েছেন সায়নী, কুণাল ঘোষ, সুস্মিতা দেবরা। সকলেই রয়েছেন পোলো টাওয়ার হোটেলে। রবিবার সকালে হোটেলে হানা দেয় সেখানকার স্থানীয় পুলিশ। সেখান থেকে তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে আগরতলা পূর্ব মহিলা থানায় নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য।

আরও পড়ুনঃ suicide: সম্পত্তি নিয়ে বিবাদ, আত্মহত্যা বৃদ্ধা মায়ের, তীব্র চাঞ্চল্য এলাকায়

অভিযোগ, কিছু দিন আগে সায়নী ঘোষ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিষয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। তারই পরিপ্রেক্ষিতে রবিবার তৃণমূল নেত্রীকে আগরতলা পূর্ব মহিলা থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এদিকে সায়নীকে থানা থেকে ছাড়িয়ে আনতে ছুঁটে যান তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ, তৃণমূল কংগ্রেস দলের মহিলা সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস দলের স্টিয়ারিং কমিটির সদস্য সুবল ভৌমিক সহ অন্যান্যরা। সায়নীকে আটক করার জন‍্য আইনি নোটিস কোথায়? প্রশ্ন তাঁদের।

এই ঘটনাকে কেন্দ্র করে আগরতলা পূর্ব মহিলা থানার সামনে বিজেপির কর্মীরা তৃণমূল কর্মীদের উপর আক্রমণ চালায়। বাইক ভাঙচুর করে। এমনকি থানার ভেতরে ও ঢিল ছোড়া হয়। এতে আহত হয়েছে বেশ কয়েকজন তৃণমূল কর্মী।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী এবং টিএসআর বাহিনী। মোতায়েন করা হয়েছে সি আর পিএফ জওয়ানদের।এই ঘটনাকে কেন্দ্র করে আগরতলা পূর্ব থানার সামনে রীতিমত রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হয়েছে।