Narayan Debnath: বইমেলাজুড়ে বাঁটুল, নন্টে-ফন্টেদের হাহাকার

0
42

কলকাতা: চলতি বছরের ১৮ জানুয়ারি প্রয়াত হয়েছেন কিংবদন্তি কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ (Narayan Debnath)। স্বভাবতই এবারের কলকাতা বইমেলায় আকাশছোঁয়া হওয়ার কথা ছিল তাঁর সৃষ্টির। তা-ই হচ্ছে। কেকের দোকানে পেস্ট্রির আকারে দেদার বিকোচ্ছে হাঁদা-ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে-ফন্টেরা। কিন্তু আশ্চর্যের বিষয় যেটা, যেখানে তাদের আসলে থাকার কথা ছিল, সেই বইয়ের স্টলে-ই নেই তারা।

খাস খবর অ্যাপের লিঙ্ক:
https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

জীবদ্দশায় নারায়ণ দেবনাথের (Narayan Debnath) কমিকস ছাপার দায়িত্বে ছিল মূলত দেব সাহিত্য কুটির এবং পত্রভারতী। বইমেলায় দুটির একটি স্টলেও নেই নারায়ণ দেবনাথ (Narayan Debnath)। বিশেষ করে, দেব সাহিত্য কুটিরের দেওয়ালে নারায়ণ দেবনাথের বিশাল ছবি। কিন্তু তাঁর বই অমিল।

শুধু তা-ই নয়। সাধারণত বইমেলার অনেক স্টলেই নারায়ণ দেবনাথের বই পাওয়া যায়। কিন্তু এবারে সেসব জায়গাতেও নেই। কার্যত কোনও বইয়ের স্টলেই পাওয়া যাচ্ছে না নারায়ণ দেবনাথকে। যা জানা গিয়েছে দেব সাহিত্য কুটিরের কর্ণধার রূপা মজুমদারের কথা থেকে। তিনি জানান, “শুধু আমাদের স্টলে-ই নয়। বইমেলার (Book Fair) কোথাও-ই নারায়ণ দেবনাথের বই পাওয়া যাচ্ছে না। বাচ্চারা হতাশ হয়ে ফিরে যাচ্ছে।”

আরও পড়ুন: Vladimir Putin কিয়েভ দখল করে নিলেও বিজয়ী হতে পারবেন না

কিন্তু হঠাৎ কী এমন ঘটল যে নারায়ণ দেবনাথের (Narayan Debnath) অমর সৃষ্টিদের আর পাওয়া যাচ্ছে না? উত্তরটা দিয়েছেন নারায়ণবাবু’র ছোট ছেলে তথা তাঁর শিল্পস্বত্বের বর্তমান অধিকারী তাপস দেবনাথ। তাঁর কথায়, “ওইসব প্রকাশনী বাবাকে ঠকিয়েছে। ওরা বাবাকে ৪৮ হাজার টাকা করে দিত প্রতি বছরে। আমি তাতে বাবার বই ছাপতে বারণ করায় ওরা ৪ লাখ করে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তখনই আমি ওদের ভণ্ডামি ধরে ফেলি আর বাবার বই বদলে দীপ প্রকাশনীকে ছাপতে দেব বলে ঠিক করেছি।” যদিও আরও একটি কারণ সামনে আসছে। নারায়ণ দেবনাথের বড় ছেলে স্বপন দেবনাথ-ও বাবার কাজের কপিরাইট পাওয়ার জন্য লড়ছেন। ফলে দুই ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব দেখা দিয়েছে, তার কারণেই প্রবাদপ্রতিম কার্টুনিস্টের অমর সৃষ্টিগুলি থেকে বঞ্চিত হচ্ছে খুদে পাঠকেরা।