Special article : এটাই কি শেষ পুজো, মোক্ষ লাভের আশায় আত্মঘাতী লাইন……

0
99

সুমন বটব্যাল: লেখাটা পড়তে হলে প্লিজ ওপরের ছবিটা একবার ভাল করে দেখুন৷ প্রতিমা দর্শনের লাইনের ছবিটা! যার ল্যাজা, মুড়ো পুরোটা একসঙ্গে লেন্সবন্দি করা অসাধ্য৷ কারণ, সাপের মতো এঁকে বেঁকে যাওয়া লাইনটা দীর্ঘ থেকে দীর্ঘতর৷

আরও পড়ুন: Durgapujo 2021: গরিবের আবার দুগ্গা পুজো, খ্যাক খ্যাক করে হেসে উঠলেন রমেন

- Advertisement -

শুধুই কি প্রতিমা দর্শনের লাইন? নজরকাড়া মণ্ডপ৷ মানুষের ভিড়৷ নাহ্, উৎসবের মরশুমে ঘরে বাড়তি লক্ষ্মীলাভের আশায় বসেছে হরেক রকম বা দোকানের পসরাও৷ ভিড় সেখানেও৷ এবং আদর্শ দূরত্ব বিধিকে শিকেয় তুলে মন্থর গতিতে এগিয়ে চলা ভিড়টাকে সযত্নে লালন পালন করছি আমি, আপনি, আমাদের মতো ‘সচেতন’ নাগরিকেরা!

স্বভাবতই প্রশ্ন উঠছে, এই ছবি দেখার পর আদৌ কি মনে হতে পারে, করোনা নামক কোনও অতিমারী এবিশ্বে কোনওদিন হাজির হয়েছিল? উত্তর হ্যাঁ হলে বলতেই হয়, আমাদের বুকের পাটা আছে, আমরা করোনাকে ভয় করি না? সাহস নাকি দুঃসাহস? এর পরিণতি কি? নাকি আমরা ধরেই নিয়েছি, পৃথিবীর ধ্বংস্বের সময় চলে এসেছে, এটাই শেষ পুজো, মরার আগে শেষ আনন্দটা করে নিই! প্রশ্নগুলো উঠছে৷ প্রশ্নগুলো সযত্নে তুলে দিচ্ছি আমি, আপনি এবং আমাদের সম্মিলিত পুজো নিয়ে মাতামাতির অসীম প্রচেষ্টা৷

এখানে উল্লেখ করা থাক, মানুষের বাঁধা ভাঙা ভিড়ের দাপটে আশঙ্কিত পুলিশ প্রশাসনের কর্তারা বুধের সন্ধ্যাতেই লেকটাউনে শ্রীভূমির মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করতে বাধ্য হয়েছিলেন৷ আমরা তা থেকে যে শিক্ষা নিইনি, বরং দ্বিগুন উৎসাহে ফের দৃষ্টিসুখের মোহে ঝাঁপিয়েছি অন্য মণ্ডপে তার জ্বলন্ত দৃষ্টান্ত হতে পারে নবমীর রাতে নিউটাউনের বলাকা আবাসনের পুজোয় জনজোয়ারের ছবিটা।

ওপরের ছবিটা সেই বলাকা আবাসনের৷ যেখানে বিশালাকার শিব মূর্তি দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। গিজ গিজ করছে কালো মাথা৷ এখানে উল্লেখ করা থাক, শুধু কলকাতা নয়, একই দৃশ্য দেখা গিয়েছে রাজ্যের জেলায় জেলায়ও৷

তাহলে কি চৌকাঠে করোনার তৃতীয় ঢেউের আশঙ্কা কিংবা ক’মাস আগেও অজানা ভাইরাসের আতঙ্কে ঘরবন্দী থাকার ভয়ঙ্কর দৃশ্য ভুলে পিপিলিকার ডানা গজানোর মতো আত্মঘাতী লাইনটাও সময়ের সঙ্গে সঙ্গে আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে! চোখে মুখে ভয় ডরের লেশ মাত্র নেই৷ বরং দৃশ্যপট দেখে মনে হতেই পারে, তিলোত্তমার ‘সচেতন’ নাগরিকেরা অসীম ধৈর্য্যের সঙ্গে এগিয়ে চলেছেন মোক্ষ লাভের আশায়! কি সেই ‘মোক্ষ’? স্বখাত সলিলে ডুবে মরার বাসনা? প্রশ্নটা কিন্তু উঠছে….৷ (তথ্য সহায়তা: পলাশ নস্কর)