ফিরে আসেন নেতাজি, দুলাল লাহিড়ির নির্দেশনায় মঞ্চস্থ উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নাটক

0
102

বিশ্বদীপ ব্যানার্জি: ১৯৪৫ সালের ১৮ অগাস্ট বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু ঘটেছিল? নাকি তিনি তারপরও দীর্ঘকাল জীবিত ছিলেন? এ তর্ক মেটার নয়। হয়ত অনন্তকাল ধরেই চলতে থাকবে। তবে মঞ্চে ফিরে এলেন সুভাষ। জনৈক বৃদ্ধের হাত ধরে। যাঁর সঙ্গে তাঁর প্রতিনিয়ত কথোপকথন চলে।

আরও পড়ুন: চিনের নয়া ব্রহ্মাস্ত্র ইন্টারনেট অব থিংস উলঙ্গ করে দিচ্ছে বিশ্বকে, কী হবে ভারতের

- Advertisement -

গত ২৯ জানুয়ারি, রবিবার নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায় নাটক ‘এ আবরণ’ প্রথমবার মঞ্চস্থ হল। নির্দেশনা ও অভিনয়ে কিংবদন্তি দুলাল লাহিড়ি। নিখোঁজ সন্তানের ফিরে আসার অপেক্ষায় থাকা দুই অসহায় বাপ-মায়ের গল্প বলে এই নাটক। এই অসহায় বাপ অর্থাৎ সৌরীনের কল্পনাতে-ই আসেন দেশনায়ক নেতাজি। আর এই কল্পনাতে-ই প্রতিনিয়ত বার্তালাপ চলে দুজনের।

তবে কাহিনীতে মোড় আসে যখন এই বৃদ্ধ দম্পতির জীবনে আসে আরও দুজন। তাঁরা বৃদ্ধ দম্পতিকে সন্তানশোক ভুলিয়ে মানসিক শান্তি দেওয়ার চেষ্টা করেন। এটিই এই গল্পের সারমর্ম। রক্তের সম্পর্ক সবসময় শেষ কথা নয়। অন্তরের ভালবাসার ওপরে কিছু হয়না। আর এখানেই এক আলাদা মাত্রা পেয়েছে বিদিশা চরিত্রটি। নিখোঁজ পুত্র আর পুত্রবধূর ফিরে আসার নিস্ফল অপেক্ষায় বসে থাকা সৌরীনকে যে নতুন করে বাঁচার আশা জোগায়।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

উজ্জ্বল চট্টোপাধ্যায়ের মনোমুগ্ধকর লেখনী আর দুলাল লাহিড়ির তুখোর মুন্সীয়ানায় সব মিলিয়ে যেন জীবন্ত হয়ে উঠেছে নাটকটি। যেখানে সুখ, দুঃখ এবং হিউমারের পাশাপাশি সহাবস্থান। আর আনন্দের খবর এই যে, ৪ঠা ফেব্রুয়ারী এই নাটক পুনরায় মধুসূদন মঞ্চে’ মঞ্চস্থ হবে। অর্থাৎ যে সকল নাট্যপ্রেমী এখনও নাটকটি দেখে উঠতে পারেননি, তাঁদের কাছে আরও এক সুযোগ। এ সুযোগ হেলায় হারাবেন না।