ইভটিজিং রুখতে সক্রিয় মহিলা পুলিশবাহিনী

0
121

কলকাতা: মহিলা পুলিশকর্মীদের এবার নিতে হচ্ছে তোড়জোড় ব্যবস্থা। মানিকতলা থানার মহিলা পুলিশ সজাগ, ইভ টিজারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। শহর কলকাতায় সাদা পোশাকে ঘুরে বেড়াচ্ছেন মহিলা পুলিশকর্মীরা৷ গত বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে তাঁদের অভিযান।

এই মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে মানিকতলা থানার অন্তর্গত বিভিন্ন স্থানে। বাসস্টপ থেকে শপিং মল, বাজার সব জায়গায় বিকেলের পর থেকেই সক্রিয় থাকছেন এই বাহিনী। প্রথমদিনেই ২ যুবককে আটকও করে ফেলেছেন এই বাহিনী।

- Advertisement -

‘উইনার্স’এর আদলে তৈরি এই মহিলা পুলিশ বাহিনী মোতায়েন করার কারণ হিসেবে জানা গেছে ওই থানার অন্তর্গত এলাকায় বহু অভিযোগ উঠে আসছিল মেয়েদের ইভি টিজিং এর। তার মোকাবিলা করতেই মোতায়েন করা হল এই বাহিনী। অন্যান্য থানারাও এই বাহিনীর সাফল্য দেখে এই বাহিনীর ব্যবস্থা নেবে বলে জানা যাচ্ছে।

বাহিনীর সহযোগিতায় নেমেছেন থানার পুরুষ কর্মীরাও। ছকের মতো সাজিয়ে চলছে তাঁদের ইভটিজার ধরার কাজ। সাদা পোশাকে দাঁড়িয়ে থাকা মহিলা কর্মীর থেকে বেশ কিছুটা দূরেই থাকছে পুলিশ কর্মীরা। কোনও ব্যক্তির অসংলগ্ন আচরণ নজরে পড়লেই আসছেন অন্যান্য কর্মীরাও এবং তারপরেই আটক করে নিয়ে যাওয়া হচ্ছে থানায়। তারপর অপরাধীদের নিয়ে যাওয়া হচ্ছে সোজা আদালতে।