বিদেশে থেকেও এবার অনলাইনে যোগ দেওয়া যাবে বাংলার ভোটে

0
28
SSC

কলকাতা: তিলোত্তমা জুড়ে বহুতলের ছড়াছড়ি। যার একাংশের মালিক থাকেনই না এদেশে। কর্মসূত্রে কেউ বা গবেষণার কাজে বছরের একটা বড় সময় বিদেশেই থাকেন তাঁরা৷ এহেন অ্যাপার্টমেন্ট মালিকদের সুবিধার্থে এবার অনলাইনে নির্বাচনের রায় দিল কলকাতা হাইকোর্ট। এর ফলে এখন থেকে রাজ্যের সমস্ত অ্যাপার্টমেন্টের নির্বাচন হবে অনলাইন পদ্ধতির মাধ্যমে।

বিচারপতি রাজাশেখর মান্থা একটি অ্যাপার্টমেন্টে মামলার প্রেক্ষিতে শুক্রবার এমনটাই নির্দেশ দিয়েছেন। ওয়েস্ট বেঙ্গল অ্যাপার্টমেন্ট ওনারশিপ অ্যাক্ট অনুযায়ী যত অ্যাপার্টমেন্ট রয়েছে সেখানে নির্বাচন কোন পদ্ধতিতে হবে, অনলাইন মোডে না অফলাইন মোডে এই ছিল বিষয়। সেখানেই মামলার পর্যবেক্ষণে, অনলাইনেও নির্বাচনের স্বপক্ষে রায় দেন বিচারপতি৷ যার জেরে এদিন নিউটাউনের রোজ ডেল অ্যাপার্টমেন্টের মামলায় স্পষ্ট করে দিয়েছে অ্যাপার্টমেন্ট ওনারশিপের আওতাভুক্ত সমস্ত অ্যাপার্টমেন্টের নির্বাচন হবে অনলাইনে এবং এই অনলাইন নির্বাচনে ইলেকট্রনিক ব্যালটে ভোট দেবেন আবাসিকরা। নিয়ম অনুযায়ী অ্যাপার্টমেন্ট পরিচালনার দায়ভার বর্তায় বোর্ড অফ ম্যানেজার্সের ওপর।

- Advertisement -

তারই ফলে শীঘ্রই এবার হতে চলেছে অ্যাপার্টমেন্টের অন লাইন নির্বাচন৷ জানা গিয়েছে, নিউটাউন রোজ ডেল আবাসনে মোট ভোটার সংখ্যা ৫৬৫ জন৷ মোট প্রার্থী সংখ্যা ৬৬ জন৷ এদের মধ্যে থেকে ৪৮ জনকে বোর্ড অফ ম্যানেজমেন্ট মেম্বার্স হিসেবে নির্বাচিত হবে৷ বস্তত, এতদিন অনলাইনের সুবিধা না থাকায় বহু ভোটারই অ্যাপার্টমেন্চের ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন৷ আদালতের নয়ায় নির্দেশের ফলে তাঁরা সেই বঞ্চনা থেকে মুক্ত হবেন বলেই মনে করা হচ্ছে৷

আরও পড়ুন:অধিকারী দাদা থেকে দাদু হয়ে যাবে, শুভেন্দুকে আক্রমণ কুণালের