রাজ্যপাল এলেন প্রয়াত তৃণমূল বিধায়কের বাড়িতে , জল্পনা তুঙ্গে

0
85

সল্টলেক, কলকাতা: প্রয়াত আইপিএস তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সুলতান সিং-এর বাড়িতে আসলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সস্ত্রীক সল্টলেকের এফ ই ৪৮৭ নম্বর বাড়িতে বেশ কিছুক্ষণ থাকেন তিনি। বিধায়কের পরিবারের সঙ্গে কথা বলেন। এমনকি সমবেদনা জানান তিনি। এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরগুঞ্জন।

আরও পড়ুন:বকেয়া বেতনের দাবিতে ঠিকা কর্মীদের বিক্ষোভ

- Advertisement -

প্রসঙ্গতঃ শাসকদলের সঙ্গে সবসময় সংঘাতে লিপ্ত হতে দেখা গেছে রাজ্যপালকে। কিন্তু হঠাৎ বিধানসভার বাজেট অধিবেশনের দিন থেকে দেখা গেল উল্টোপথে সওয়ারি করলেন তিনি। এই বেগতিক পদক্ষেপ দেখে বিজেপি দল গেলেন বেজায় চটে। আর আজ প্রয়াত তৃণমূল বিধায়কের পরিবারকে সমবেদনা জানাতে যাওয়া নিয়ে জল অনেকটাই ঘোলা হচ্ছে রাজনৈতিক মহলে। একাংশের মনে প্রশ্ন জাগচ্ছে,কি এমন ঘটনা ঘটল তিনি শাসকদলের প্রতি দরদী হয়ে উঠলেন? যদিও এই বিষয়ে প্রকাশ্যে বিতর্কের বাতাবরণ তৈরি হয়নি। তবে বিরোধী দলের মনে তুষের আগুন জ্বলছে।

আরও পড়ুন:এবার একটি চিকনকারি কুর্তি দিয়েই হয়ে উঠুন ফ্যাশনিস্তা কুইন

আবার অন্যরা মনে করছেন, রাজনৈতিক কারণে নয় রাজ্যপাল প্রয়াত তৃণমূল বিধায়কের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার জন্য সেখানে গিয়েছিলেন। প্রয়াত ব্যক্তি শুধু শাসক দলের সঙ্গে যুক্ত ছিলেন না , তিনি ছিলেন একজন আইপিএস অফিসার।