নেট মাধ্যমে হেনস্থার শিকার পুলিশকর্তার মেয়ে, কাঠগড়ায় প্রভাবশালীর ছেলে

0
91

কলকাতা: যারা মানুষকে নিরাপত্তা দেন সেই এক পুলিশকর্তার বাড়ির সদস্য বলা ভালো মেয়ে হয়েছেন সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোষ্টের শিকার। অবাক হওয়ার বিষয় এটাই যে এই ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে এক রাজনীতিবিদের ছেলের। কলকাতার পুলিশকর্তার মেয়ের ছবি ও মোবাইল নম্বর ব্যবহার করেই এই কাজ কড়া হয়েছে বলেই করা হয়েছে অভিযোগ।

এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন কলকাতার ওই পুলিশকর্তার মেয়ে। ওই তরুণী অভিযোগ করে জানিয়েছেন, তার মোবাইল মোবাইল নম্বর এবং ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করা হয়েছে। আর তার পর থেকেই অনান্য রাজ্য সহ অন্য দেশ থেকে বহু ফোন আসছে সেই সঙ্গে বলা হচ্ছে নানা কুরুচিকর মন্তব্য। এই ঘটনার সঙ্গে যার নাম জড়িয়েছেছে সে এক রাজনৈতিক নেতার ছেলে এবং সে ওই তরুণীর কলেজের সূত্রে পরিচিত বলেই অভিযোগ করেছেন পুলিশকর্তার মেয়ে।

- Advertisement -

তরুণীর বিধাননগর সাইবার থানায় অভিযোগ করে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার একটি গ্রুপে তাঁর ফোন নম্বর যুক্ত করা হয়েছিল প্রথমে, তারপরে সেখানে সম্মানহানির চেষ্টা কড়া হয়েছিল ছবির সঙ্গে তাঁর নম্বর জুড়ে। এর পর থেকেই নানা প্রান্ত থেকে তাঁর কাছে ফোন আসতে শুরু করে। প্রথমে গুরুত্ব না দিলেও দিনে দিনে এটাই বাড়তেই থাকে বলে তিনি অভিযোগ করেছেন। এমনকি সেই ছেলে তাঁর বাবার ক্ষমতা দেখিয়ে হুমকি দিয়েছে বলেই অভিযোগ জানিয়েছেন তরুণী।

জালিয়াতি, সম্মানহানি এবং হুমকির অভিযোগে মামলা করা হয়েছে বলেই সূত্রের খবর। অভিযোগ পেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই জানাচ্ছেন বিধাননগর পুলিশ। এই বিষয়ে ওই তরুণী সহ তাঁর এক পরিচিতকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ঘটনা সামনে আসার পরেই অভিযুক্তের সাস্তির দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে আরও বলা হয়েছে বাব রাজনৈতিক দলের হলেও অপরাধকারীর শাস্তি যাতে মুকুন না হয়ে যায়।

জানা গিয়েছে অভিযুক্তকে ফোন বা হোয়াটসঅ্যাপ করা হলেও তাঁর থেকে কোনও উত্তর মেলেনি। ইন্টারনেট ব্যবহার করে উত্ত্যক্ত করা বা হেনস্থা করার মতো ঘটনা বর্তমানে হামেশাই ঘটছে। এর ঘটনাগুলির সঙ্গে যুক্ত ব্যক্তিদের শাস্তি দেওয়ার জন্য আইনে নির্দিষ্ট ধারাও রয়েছে যা প্রয়োজনে তা ব্যবহার করা হতে পারে বলেই জানিয়েছেন সাইবার আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়।