শিয়ালদহ মেট্রো স্টেশনের কো-ব্র্যান্ডিংয়ের সত্ত্ব পেল এই সংস্থা

0
93

কলকাতা: উদ্বোধন এখনও হয়নি, কবে উদ্বোধন হবে, সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে তার আগেই নাম বদলে গেল শিয়ালদহ মেট্রো স্টেশনের। বার্ষিক ৭৬ লক্ষ ৫০ হাজার টাকায় আগামী ৩ বছরের জন্য স্টেশন কো-ব্র্যান্ডিং হল। স্টেশনের নতুন নাম হল ডিটিডিসি শিয়ালদহ মেট্রো।

আরও পড়ুনঃ প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলল দেওর, দুধে বিষ মিশিয়ে খুন বৌদির

- Advertisement -

শিয়ালদা মেট্রো স্টেশন নিয়ে যাত্রীদের পাশাপাশি কর্পোরেট সংস্থাগুলিরও উৎসাহ তুঙ্গে. বাণিজ্যিকভাবে ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত পরিষেবা চালু হওয়ার আগেই একাধিক বেসরকারি সংস্থা এই স্টেশনের কো-ব্র্যান্ডিংয়ের জন্য উৎসাহ দেখিয়েছিল. দরপত্রে সাড়া দিয়ে পড়েছিল বহু আবেদন । মূলত, আবেদনপত্র এসেছিল হেলথকেয়ার, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বিমা সংস্থা-সহ আরও কর্পোরেট সংস্থা থেকে। আগামী তিন বছরের মেট্রো রেলের সঙ্গে চুক্তিবদ্ধ হল এই সংস্থা।

চুক্তি অনুসারে এই সংস্থা কো-ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবে শিয়ালদহ মেট্রো স্টেশনের নামের শুরুতে বা শেষে তাদের নাম যুক্ত করতে পারবে। যেখানেই শিয়ালদহ নাম লেখা থাকবে, সেখানেই ব্যবহৃত হবে সংস্থার নাম। ব্যবহার করা যাবে সংস্থার লোগোও। স্টেশনের প্রতিটি প্রবেশ ও বের হওয়ার গেটে, দেওয়ালে, পিলার, দরজা, প্ল্যাটফর্ম চত্বরে প্ল্যাটফর্মের দেওয়াল এই সংস্থা তাদের প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য ব্যবহার করতে পারবে। এতে যেমন বাড়বে মেট্রোর আয়, তেমনই ওই কর্পোরেট সংস্থার জনসংযোগের ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে। কারণ, প্রতিদিন মেট্রোয় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন, তাই কোনও সংস্থার পক্ষে এই স্টেশনে নিজেদের বিজ্ঞাপন করতে পারলে, তা লক্ষ লক্ষ যাত্রীদের কাছে পৌঁছে যাবে।

কবে চালু হবে শিয়ালদহ মেট্রো স্টেশন? চলতি বছরের ২৫ মার্চ কমিশনার অফ রেলওয়ে সেফটির চূড়ান্ত ছাড়পত্র পেলেও এখনও শিয়ালদহ স্টেশন চালু করা যায়নি। নিয়মানুযায়ী, অনুমতি পাওয়ার তিনমাসের মধ্যে অর্থাত্‍ ২৫ জুনের মধ্যে চালু করতেই হবে শিয়ালদহ মেট্রো। তবে তার আগেই বাণিজ্যিক গাঁটছড়া বেঁধে ফেলতে চায় কলকাতা মেট্রোয়। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, উদ্বোধনের বিষয়ে দিনক্ষণ দেখা হচ্ছে। স্টেশন প্রস্তুত হয়েই আছে।