ভুয়ো সিবিআই-এর পর এবার উদ্ধার হল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান

0
40

নিউটাউন: ভুয়ো সিবিআই-এর পর এবার পুলিশের জালে জড়াল ভুয়ো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান। চেয়ারম্যানের গাড়ির চালক সহ আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ। হিউম্যান রাইটসের লোগো লাগানো চারচাকা গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ইত্যিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে রাখার আবেদন জানিয়েছেন পুলিশ।

সূত্রের খবর, ধৃতরা হল তারক মন্ডল ও সত্যেন্দ্র নাথ যাদব। তারা দুজনে নিউটাউন ও বিহারের বাসিন্দা। এছাড়াও তাদের গাড়িতে ছিল আর দুজন। তাদের নাম মদন মন্ডল এবং রাজ কুমার সিং, দুজনের বাড়ি নিউটাউনের আদর্শপল্লীতে। সোমবার বিকালে নিউটাউন নারকেল বাগান মোড়ে একটি ইনোভা গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। বৈধ কাগজপত্র চাওয়া হলে দেখাতে না পারায় তাদেরকে আটক করে টহলদারি পুলিশ।

- Advertisement -

আরও পড়ুন: আবারও মধ্যযুগীয় বর্বরতার কারণে প্রাণ হারাল এক গৃহবধূ

পুলিশ মারফত জানা গিয়েছে, ইনোভা গাড়িতে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের লোগো লাগিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াত অভিযুক্তরা। এমনকি সেই ভুয়ো চেয়ারম্যানের সঙ্গে থাকতো দুজন নিরাপত্তা রক্ষী। তারা মূলত বিভিন্ন জায়গায় ঘুরে সাধারণ মানুষদের সমস্যা সমাধান করে দেবার আশ্বাস দিতেন। তার বিনিময়ে টাকা আদায় করতো। পুলিশি সমস্যা হোক বা প্রমোটিং সংক্রান্ত সমস্যা মিটিয়ে দেওয়ার নাম করে টাকা আদায় করতো। অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে আর কারোর যোগসূত্র আছে কিনা তার তদন্ত করছে পুলিশ।