পৌষসংক্রান্তিতেই চড়ল পারদ, কমবে শীতের দাপট

0
630

হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারেই বাড়ল শহর কলকাতার তাপমাত্রা। বিগত কয়েকদিনে শীতের আমেজ রাজ্যবাসী উপভোগ করলেও পৌষসংক্রান্তির দিনেই কমল শীতের দাপট। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বেড়েছে প্রায় দেড় ডিগ্রি। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। আজ থেকেই কমবে শীতের দাপট। আগামী কিছু দিনের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩০ ডিগ্রি পর্যন্ত, জানাল আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

প্রত্যেক বছর মকরসংক্রান্তির দিনে শীতের প্রকোপ থেকেই থাকে, এবারে সংক্রান্তির দিনে চড়ল পারদ। কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বেড়েছে। আগামী দিনেও আরো বাড়বে তাপমাত্রা। উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। বুধবার থেকে ধীরে ধীরে শীত কমবে। উত্তুরে হাওয়ার পরিবর্তে পুবালি বাতাস জায়গা নেবে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যও বাড়বে। বাড়তে পারে আর্দ্রতার পরিমাণও। আগামী সপ্তাহের শুরুতেই শীতকে বিদায় জানাবে রাজ্যবাসী।

- Advertisement -