‘পানশালার সরকার নয়, পাঠশালার সরকার চাই’, রণক্ষেত্র করুণাময়ী

0
70

সল্টলেক: করোনা আবহে প্রায় দুবছর ধরে বন্ধ রাজ্যের স্কুল। মাঝে দিনকয়েকের জন্য খুললেও ফের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সরকার। এবার স্কুল খোলা নিয়ে সুর চড়ালো এসএফআই কর্মীরা। স্কুল কলেজ খোলার দাবিতে বিকাশ ভবনে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা। আটক করতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিও হয়।

আরও পড়ুনঃ Covid 19: সংসদে কোভিড হানা, আক্রান্ত ৯০০ কর্মী, প্রশ্নের মুখে বাজেট পেশ

- Advertisement -

প্রায় দুবছর স্কুলের গেটে তালা ঝুলছে। রাজ্যে কবে থেকে আবার স্বাভাবিক ছন্দে খুলবে স্কুল কলেজ সে প্রশ্ন এখন বিশ বাঁও জলে। এদিকে অনলাইন পঠন পাঠনের দৌলতে, স্কুলে যাওয়ার অভ্যাসে ছেদ পড়েছে। এই পরিস্থিতিতে স্কুল কলেজ খোলার দাবি নিয়ে বিকাশ ভবনে ডেপুটেশন দিতে যাচ্ছিলেন এসএফআই কর্মীরা। সেই মত তাঁরা সল্টলেক করুনাময়ীতে জমায়েত হন। কিন্তু, মিছিল করে যেতে শুরু করলেই পুলিশ তাঁদের আটকে দেয়। সেই সময় আন্দোলনকারীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর আরও পুলিশ আসলে ব্যাপক ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের সঙ্গে।

আরও পড়ুনঃ মুকুটে আরও এক পালক, প্রমীলা ক্রিকেটে বছরের সেরা নির্বাচিত স্মৃতি মান্ধানা

এই বিষয়ে সৃজন ভট্টাচার্য (এসএফআই রাজ্য সেক্রেটারি) জানিয়েছেন, ‘স্কুল কলেজ দুবছর ধরে বন্ধ। শপিং মল, সিনেমাহল, বার, রেস্টুরেন্ট সব চলছে কিন্তু স্কুল কলেজ বন্ধ করে রেখেছে। ছেলেমেয়েদের পড়াশোনার সর্বনাশ হচ্ছে। বিজেপি থেকে যেগুলো ড্রপ আউট হয়েছে তাদের ফেরানোর জন্য শাসক দলের মাথা ব্যাথা। আর ছেলেমেয়েরা যারা ড্রপ আউট হয়ে গিয়েছে তাদের জন্য কোনও মাথাব্যথা নেই। আমরা পানশালার সরকার চাইনা, আমরা পাঠশালার সরকার চাই। আমরা সরকারের শিক্ষা ব্যবস্থার খুলে পড়া, ভেঙে যাওয়া মেরুদন্ড উপহার দিতে এসেছিলাম।’