পার্থর আরও এক বান্ধবীর খোঁজ, ইডির নজরে অধ্যাপিকা জরিনা খাতুন

0
444

কলকাতা : SSC দুর্নীতি মামলায় গত শুক্রবার গ্ৰেফতার হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকেই সামনে আসছে একাধিক চোখ ধাঁধানো তথ্য। তদন্ত যত এগোচ্ছে পার্থ ঘনিষ্ঠ বান্ধবীদের তালিকা তত চওড়া হচ্ছে। অর্পিতা, মোনালিসার পর ইডির চোখে পার্থর নতুন বান্ধবীর হদিস। অর্পিতা পেশায় অভিনেত্রী, মোনালিসা অধ্যাপিকা। এবার খোঁজ আরও এক অধ্যাপিকা জরিনা খাতুনের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা জরিনা খাতুন এখন ইডির নজরে।

রাজ্যে চলছে শিক্ষক দুর্নীতি তারই মধ্যে পার্থর একাধিক বান্ধবীর নাম প্রকাশ্যে আসছে যারা কোনও না কোনোভাবে এই শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত। একাধিক অভিযোগ সামনে আনছেন চাকরিপ্রার্থীরা। যোগ্যরা চাকরি পাচ্ছেন না এদিকে অযোগ্যরা টাকার বিনিময়ে চাকরি পাচ্ছেন। তাহলে কি তাদের এই অভিযোগ কোথাও গিয়ে সত্যি? রাজ্যে জুড়ে এই দুর্নীতি কি তারই ইঙ্গিত? এদিকে পার্থর ঘনিষ্ঠা জরিনা খাতুন যে কলেজের অধ্যাপিকা সেখানকার NOC না নিয়েই তাঁকে সোজা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান করে দেওয়ার অভিযোগ উঠছে।

- Advertisement -

ইডি সূত্রের খবর জরিনাকে পদ পাইয়ে দিতে রাজ্যের একাধিক মন্ত্রীকে অনুরোধ করেন পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে জরিনা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তাঁর শরীর ভাল নেই। তাই এই প্রসঙ্গে কোনও রকম মন্তব্য তিনি করতে পারবেন না। তাহলে কি নতুন শিক্ষা বিলের মাধ্যমে ঘুরপথে নিজের পকেটে টাকা ভরছিলেন পার্থ চট্টোপাধ্যায়? এই বিষয় নিয়েই তদন্ত চালাচ্ছেন ইডি আধিকারিকরা। তদন্তে ঠিক কী উঠে আসতে চলেছে এখন তাই দেখার বিষয়।