রাজ্যজুড়ে শীতের আমেজ, আগামীকাল থেকে আরও পারা পতন

0
261

কলকাতা: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে বঙ্গে ফিরল শীত৷ রবিবার ভোরেই নেমেছে তাপমাত্রা৷ পারা পতনের জেরে রাজ্যজুড়ে এখন শীতের আমেজ৷ শীতপ্রেমীদের মুখে হাসি ফুটিয়ে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামিকাল থেকে আরও কমবে তাপমাত্রা৷ কলকাতায় ১৭ ডিগ্রির নীচে তাপমাত্রা নেমে যেতে পারে৷ জেলায় শীতের দাপট আরও বাড়বে৷

রাজ্যজুড়ে এই ঠান্ডার আমেজ কিছুদিন থাকবে৷ তবে এই শীত দীর্ঘস্থায়ী হবে না৷ সপ্তাহান্তে তাপমাত্রা বাড়বে৷ এদিকে রবিবার দিনের শুরুতে আকাশ আংশিক মেঘলা থাকলেও পরে ঝলমলে রোদের দেখা মেলে৷ আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি৷ গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি নিচে৷ বাতাসে জলীয় বাস্পের পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ৷

- Advertisement -

হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী মঙ্গল ও বুধবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ-সহ উত্তর-পশ্চিমের বেশ কিছু এলাকায়। এর প্রভাবে তাপমাত্রা কমবে মধ্য ভারতের রাজ্যগুলিতে।

আগামী কয়েকদিনে ৪ ডিগ্রি তাপমাত্রা কমবে মধ্য ভারতের রাজ্যগুলিতে৷ আগামী কয়েকদিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা৷ পূর্ব ভারতের রাজ্যগুলিতেও তাপমাত্রা নামবে ৩ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস৷