পুজোর মুখেই চালু এক্সাইড ফুট ব্রিজ, উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম

0
71

খাস ডেস্ক: হাতে আর মাত্র কয়েকটা দিন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই বছর দূর্গাপুজোর আগেই শহরবাসী কি একের পর এক উপহার দিয়ে চলেছে রাজ্য সরকার। কখনো টালো মেট্রো কখনওবা কবি সুভাষ রবি রুটের। এই মেট্রো রুট গুলিতে এখন চলছে ট্রায়াল রান। আচার গ্রামের শেষে সবুজ সংকেত মিললেই রোডগুলিতে সাধারণ নাগরিকদের জন্য ছুটবে কলকাতা মেট্রো।

এরমধ্যেই ফের আরও এক খুশির খবর পেল কলকাতাবাসী। সম্পূর্নরূপে তৈরি হল এক্সাইড ক্রসিং ফুট ওভার ব্রিজ। এই ক্রসিং ফুট ওভার ব্রিজটি উদ্বোধন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। প্রায় ৫ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই এক্সাইড ক্রসিং ফুট ওভার ব্রিজ। মূলত পথচারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে শহরের এই ব্যস্ত মোড়ে ফুট ওভার ব্রিজটি তৈরি করা হয়েছে বলেই জানিয়েছে আধিকারিকরা।

- Advertisement -

আরও পড়ুন-‘তৃণমূলের বিদায় নেওয়ার সময় চলে এসেছে’

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, এমডি ও সিইও, এক্সাইডের মিঃ সুবীর চক্রবর্তীর উপস্থিতিতে এই ব্রিজটি উদ্বোধন করেন। এছাড়াও কেএমসির সভাপতি শ্রীমতি মালা রায়ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই ব্রিজ প্রসঙ্গে সুবীর চক্রবর্তী বলেন, “ব্রিজ আমরা নাগরিকদের জন্য তৈরি করেছি। তাদের সুবিধার্থে ও ব্যস্ত শহরে যানজট থেকে মুক্তি পেতে এই ব্রিজ তৈরি করা হয়েছে।”

জানা গিয়েছে, আশুতোষ মুখোপাধ্যায় রোডের দুইপাশে বিস্তৃত ব্রিজটি তৈরি করেছে টিটাগড় ওয়াগনস লিমিটেড কোম্পানি। এই ব্রিজে দৈর্ঘ্য প্রায় ৪২ মিটার। এই ওভার ব্রিজে একটি এসকেলেটর ও সেতুর প্রতিটি পাশে একটি করে সাধারণ সিঁড়ি রয়েছে। যা আগামী ৩০ বছরের জন্য রক্ষণাবেক্ষণ করবে এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।