রেশন নিয়ে বিরোধীদের অভিযোগে জল ঢেলে দিলেন মমতা

0
147

কলকাতা: করোনায় লকডাউনের পরিস্থিতিতে সাধারণ মানুষ যাতে বিপদে না পড়েন তার জন্যই রাজ্য সরকারের তরফ থেকে রেশনের ব্যবস্থা করে হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য বিনামূল্যে রেশনের ঘোষণা করেছেন। অন্যদিকে রেশন ঠিকমতো পাচ্ছেন না সাধারণ মানুষ এমনই অভিযোগ তুলতে থাকে বিরোধীরা। এবার সেই বিষয়েই সরব হলেন মুখ্যমন্ত্রী।

রেশন নিয়ে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গেই এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী ছয় মাস নিখরচায় রেশন মিলবে। এটা নিয়ে জলঘোলা করার প্রয়োজন নেই। সরকার সাধ্যমতো বিপদের সময় মানুষের পাশে থাকার চেষ্টা করছে’। কোনও দলের নাম না নিয়েই তিনি তাঁর মন্তব্যে স্পষ্ট করে দেন সাধারণ মানুষের রেশন পাওয়ার বিষয় নিয়েও রাজনীতি চালাচ্ছে বিরোধীরা।

- Advertisement -

বৃহস্পতিবার নবান্নের সাবংবাদিক বৈঠকেই মমতা জানিয়েছেন, রাজ্যের ৯০ শতাংশ মানুষকে একমাসের রেশন দিয়েছে সরকার এখনও বাকি ১০ শতাংশ মানুষ। রেশন দোকানের কিছু সমস্যার কারণেই বাকি রেশন এখনও দেওয়া যায়নি বলেই জানান তিনি। সেটারও সমাধানের বিষয়ে দেখছে খাদ্য দফতর।