“কুন্তল আমাকে টাকা দেয়নি, আমি যদি টাকা নিয়ে থাকি তাহলে প্রমাণ দিক”

0
67
Gopal Dalapti

খাস ডেস্ক:দুর্নীতি কাণ্ডে নয়া মোড়। ফের একবার নিয়োগ দুর্নীতি মামলায় বিস্ফোরক মন্তব্য করলেন তাপস ঘনিষ্ট গোপাল দলপতি (Gopal Dalapti)। তিনি বলেন, “কুন্তল ঘোষ আমাকে কোনও টাকা দেয়নি। আর আমি যদি টাকা নিয়ে থাকি, তাহলে প্রমাণ দিক।”

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মন্ডল ঘনিষ্ঠ গোপাল দলপতি (Gopal Dalapti) মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ সল্টলেকে সিজিও কমপ্লেক্স-র ইডির দফতরে আসেন। বেশকিছু নথি নিয়ে তাকে আসতে বলা হয়েছিল। সেই সমস্ত নথি জমা দিতে আসেন তিনি। অ্যাকাউন্ট লেনদেন সংক্রান্ত একাধিক নথি জমা দিতে এসেছিলেন বলেই জানা যায় ইডি সূত্রে।

আরও পড়ুন-টাকা দিয়ে কিনতে হবে দলীয় পদ, ৫ লক্ষ টাকা না দিতে পারায় দলীয় পদ থেকে অপসারণ, চাঞ্চল্যকর অভিযোগ

যদিও মঙ্গলবার সন্ধ্যে ৬টা নাগাদ ইডি দফ্তরে আসেন। রাত ৮:২৫ মিনিটে নাগাদ তিনি ইডি দফতর থেকে বেরিয়ে যান। বেরোনোর সময় গোপাল দলপতি জানান, ‘আমার যে ডকুমেন্টস গুলো চেয়েছিল সেগুলো পৌঁছে দিলাম। বললো পরে ডাকবো। প্রোপার্টির লিস্ট এগুলো চেয়েছিল। কুন্তল যা বলছে সেগুলো মিথ্যা কথা।”

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইডির হাতে উঠে এসেছে একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রীদের নাম। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি নাম জড়িয়েছে তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের। এরপরেই কুন্তলকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে তাপস মণ্ডল, গোপাল দলপতির মতো কয়েকজনের নাম। প্রথমে গোপালের খোঁজ না মিললেও পরে নিজে থেকে ধরা দেন নিখোঁজ গোপাল দলপতি। শুধু তাই নয়, নিজে থেকেই ইডির দফতরে ফোন করে জানিয়েছিলেন যে, তিনি কলকাতাতেই আছেন। পাশাপাশি নিজের বয়ান রেকর্ড করাতে চান গোপাল দলপতি! একইসঙ্গে গোপাল দলপতি দাবি করেছেন, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ যা যা অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন।