বাগবাজারের বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ফাটছে একের পর এক সিলিন্ডার

0
303

কলকাতা: বাগবাজারের ব্রিজের কাছে বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড৷ একের পর এক বাড়ি চলে যায় আগুনের গ্রাসে৷ প্রতি মুহূর্তে শোনা যাচ্ছে সিলিন্ডার ফাটার শব্দ৷ বিকট বিস্ফোরণের শব্দে আশেপাশের বাড়ির জানলার কাঁচ পর্যন্ত ভেঙে পড়ছে৷ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২৫টি ইঞ্জিন৷ কিন্তু দেড় ঘণ্টার পরেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা৷

এদিন সন্ধ্যায় হঠাৎ করে আগুন লেগে যায় বস্তিতে৷ উত্তুরে হাওয়া থাকায় দ্রুত তা ছড়ায়৷ প্রাণে বাঁচতে বস্তি ছেড়ে এদিক-ওদিক ছুটতে শুরু করেন বাসিন্দারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল৷ কিন্তু স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার অনেকক্ষণ পর আসে দমকল৷ তার ফলে আগুন আরও ছড়িয়ে পড়েছে৷ আপাতত যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ৷

- Advertisement -

কিন্তু একের পর এক গ্যাস সিলিন্ডার ফাটার কারণে আগুন আরও ছড়াতে শুরু করে৷ আগুনের তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে দাহ্য বস্তু এবং উত্তুরে হাওয়া৷ সেই কারণে কোনও ভাবেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না দমকল কর্মীরা৷ এতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা৷ চোখের সামনে বাড়ি-ঘর সব পুড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা৷

অগ্নিকাণ্ডের জেরে বন্ধ যানচলাচল৷ লক গেট ব্রিজ এবং গিরিশ পার্ক থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ পর্যন্ত রাস্তায় চলছে না গাড়ি৷ তার ফলে বিশাল যানজট উত্তর কলকাতায়৷ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই৷ তবে বাসিন্দাদের ঘর-বাড়ি সব পুড়ে ছাই হয়ে গিয়েছে৷