শুধু কলকাতায় একদিনে ১২ জনের মৃত্যু,আক্রান্ত ২,২১১

শহরে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ২০৮ জন

0
192

কলকাতা: সারা রাজ্যের মধ্যে শহর কলকাতা ও উত্তর ২৪ পরগণায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু৷করোনার প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বেও প্রথম স্থানে কলকাতা৷ আর দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগণা৷

সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন (State Health Department) এর বুলেটিনের তথ্য অনুযায়ী,রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের (COVID-19)সংখ্যা ৮,৪২৬ জন৷এর মধ্যে শুধু কলকাতায় আক্রান্ত ২,২১১ জন৷এরফলে শহরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৫৫ হাজার ২০৮ জন৷

- Advertisement -

একদিনে কলকাতায় ১২ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৩,২১৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ১৪ হাজার ৭৮০ জন৷ একদিনে ১,০০৭ জন৷ তবে কলকাতায় মোট সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ১৯২ জন৷ মোট সংখ্যাটা ১ লক্ষ ৩৭ হাজার ২১০ জন৷

আর দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগণায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১,৮০১ জন৷আর মোট মৃতের সংখ্যা ২,৬০৩ জন৷তৃতীয় স্থানে হাওড়া জেলা৷সেখানে মোট মৃত্যু হয়েছে ১,০৭৩ জন৷

একদিনে রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের (COVID-19)সংখ্যা ৮,৪২৬ জন৷ তারফলে মোট আক্রান্তের সংখ্যাটা সাড়ে ৬ লক্ষের বেশি,অর্থাৎ ৬ লক্ষ ৬৮ হাজার ৩৫৩ জন৷রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের৷ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৫৬৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা একলাফে বেড়ে ৫৩ হাজারের বেশি৷ তথ্য অনুযায়ী,৫৩ হাজার ৪১৮ জন৷একদিনেই বাড়ল ৩,৭৮০ জন৷

বাংলায়(West Bengal)গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪,৬০৮ জন৷মোট সুস্থ হয়ে উঠেছেন ৬ লক্ষের বেশি৷ তথ্য অনুযায়ী,৬ লক্ষ ৪ হাজার ৩২৯ জন৷আর সুস্থতার হার কমে ৯০.৪২ শতাংশ৷এক সময় এই হার ছিল ৯৭.৩৬ শতাংশ৷

একদিনে টেস্ট হয়েছে ৪২ হাজার ১১৮ টি৷মোট করোনা টেস্ট হয়েছে সাড়ে ৯৮ লক্ষের বেশি৷ তথ্য অনুযায়ী ৯৮ লক্ষ ৫০ হাজার ২৭৮ টি৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ১,০৯,৪৪৮ জন৷এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ১০৫ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷

বি: দ্র: – প্রতিদিন সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন থেকে যে বুলেটিন প্রকাশিত হয়,সেখানে আগের দিন সকাল ৯ টা থেকে বুলেটিন প্রকাশিত হওয়ার দিন সকাল ৯ টা পর্যন্ত তথ্য উল্লেখ করা হয়৷