রাজাবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বহু ঝুপড়ি

0
44

কলকাতা: ফের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড৷ সোমবার সকালে আগুন লাগে রাজাবাজার নারকেলডাঙার খালপাড়ের বস্তিতে৷ মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ প্রাণভয়ে বস্তি থেকে রাস্তায় চলে আসেন বাসিন্দারা৷ গোটা এলাকা ঢেকে যায় কালো ধোয়ায়৷ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন৷ ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই হয়ে যায় বহু ঝুপড়ি৷

জানা গিয়েছে, সোমবার সকাল ৯টা নাগাদ রাজাবাজার ক্যানেল ইস্ট রোডের নারকেলডাঙার বস্তিতে আগুন লাগে৷ ঘরে দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি৷ একটার পর একটা ঝুপড়ি চলে যায় আগুনের গ্রাসে৷ স্থানীয়রা নিজেরাই প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন৷ কিন্তু ঘরের ভেতর নানা দাহ্য বস্তু, জামা-কাপড়, কাঠ ইত্যাদি জাতীয় জিনিস থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে৷ পুড়তে শুরু করে একের পর এক ঝুপড়ি৷

- Advertisement -

ওই বস্তিতে ৩০টির বেশি পরিবার থাকত বলে জানা গিয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন৷ চলে আসেন স্থানীয় পুলিশ আধিকারিকরাও৷ এখন আগুন নিয়ন্ত্রণে৷ তবে আগুন লাগার কারণ জানা যায়নি৷ অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে৷ এনিয়ে তদন্ত চলছে৷ অপরদিকে আগুনে বহু ঝুপড়ি পুড়ে গেলেও হতাহতের কোনও খবর নেই৷ বস্তিবাসীদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে৷