‘বাংলায় টিএমসির ঝান্ডা ধরলেই মানুষ বাঁচবে’, একাধিক ইস্যুতে শাসক দলকে বিঁধলেন Dilip Ghosh

0
32

কলকাতা: মঙ্গলবার ফের বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া সুরে আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন প্রাতঃভ্রমণে এসে বাণিজ্য সম্মেলন, সাংসদের বাড়ির সামনে হামলা, রাজ্যের ভেঙে পড়া আইনশৃঙ্খলা একাধিক ইস্যুতে কথা বলেন তিনি।

আরও পড়ুন: সিপিএমের পার্টি কংগ্রেসে যোগ দেওয়ায় কেভি থমাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কংগ্রেস 

- Advertisement -

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘অন্যান্যবারের থেকে ব্যতিক্রম হয়ে এইবারে যাতে খরচের পাশাপাশি বাংলায় বাণিজ্য আসে সেই দিকে যেন রাজ্য সরকার নজর দেয়। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি প্রসঙ্গে তিনি জানান, ‘মুখ্যমন্ত্রী তিন মাস আগে গিয়ে প্রধানমন্ত্রীকে মৌখিক ভাবে বলে আসলেও আনুষ্ঠানিক ভাবে কোনও নিমন্ত্রণ করা হয়নি তাই প্রধানমন্ত্রীর আসার কোনও কথাই ছিল না।’

আরও পড়ুন: এবার নৈহাটি, নাবালিকাকে বলপূর্বক জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

বঙ্গ বিজেপির অন্দরে ক্রমশ বেড়ে চলা কোন্দল প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, ‘রাজ্যে ভোটে পরাজয় কর্মীদের মনে ক্ষোভ তৈরি করেছে এবং নতুন সংগঠন হওয়ায় অনেকেই মূল দায়িত্ব থেকে বাদ পড়েছেন তাই ক্ষোভ বেড়েছে। তবে সাংগঠনিকভাবে আলোচনার মধ্যে দিয়ে কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।’

সোমবার তৃণমূল সাংসদ সৌগত রায়ের বাড়ির সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ তৃণমূলের নেতাদের বাড়ির সামনে ইট-বোমা পড়ছে। পুরনো নেতারা হতাশ হয়ে গেছেন। এই পার্টির এমন অবস্থা যে খুনোখুনির পর্যায়ে পৌঁছেছে। বিজেপিতে সেটা হয়নি এবং কখনও হবেও না।’

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও এদিন মন্তব্য করেন বিজেপি নেতা। তিনি বলেন, ‘রাজ্যে প্রতিবাদের জায়গা নেই। প্রতিবাদ করতে গেলে প্রাণ নিয়ে টানাটানি হচ্ছে। বাংলায় সম্পূর্ণ রূপে অনাচার চালু হয়ে গেছে। আইনশৃঙ্খলা বলে কিছু নেই। কেবল টিএমসির ঝান্ডা ধরলেই বাঁচবে। এটা হয়তো বাংলার মানুষ চাননি। কটাক্ষ করে বলেন, ‘যারা ৫০০ টাকার জন্যে ভোট দিয়েছেন ৫০০ টাকার সরকারকে তারা কি পাবেন।’