খুশির হাওয়া বাম শিবিরে, বাংলা থেকে রাজ্যসভায় বিকাশ

0
126

কলকাতা: বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল বাংলা থেকে রাজ্যসভায় পঞ্চম আসন কার দখলে যাবে তা নিয়ে। আগেই বাংলা থেকে চার সদস্যের নাম পাঠিয়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চম আসন নিয়ে চলছিল লড়াই। অঙ্কের হিসেবে এই আসন থেকে অনেকটাই পিছিয়ে ছিল তৃণমূল। সম্ভবনা ছিল বাম ও কংগ্রেসের। সেই মতো বাম-কংগ্রেসের হয়ে এই আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর তৃণমূলের সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দীনেশ বাজাজ।

তবে সোমবার স্ক্রুটিনির পর আজ বাতিল হয়ে গেল এই দীনেশ বাজাজের নাম। ফলে রাজ্যসভার পঞ্চম আসনের জন্য কার্যত জয়লাভ করলেন বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য।উল্লেখ্য, বাজাজের মনোনয়নপত্রের সঙ্গে এলাকার ইলেকটোরাল রোল জমা পড়েনি। এছাড়াও তাঁর হলফনামায় পদ্ধতিগত ত্রুটি ছিল বলে অভিযোগ উঠেছিল।

- Advertisement -

বাংলা থেকে আর চার সাংসদ হলেন তৃণমূলের সুব্রত বক্সি, দীনেশ ত্রিবেদী, অর্পিতা ঘোষ ও মৌসম বেনজির নুর মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মৌসম বেনজির নুর মনোনয়নপত্র নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আদেও তাঁর মনোনয়নপত্র গৃহিত হবে কিনা তা নিয়ে জল্পনা ছিল। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে গৃহিত হল তাঁর মনোনয়নপত্র।

উল্লেখ্য, সুব্রত বক্সি, দীনেশ ত্রিবেদী, অর্পিতা ঘোষ ও বিকাশ ভট্টাচার্যের মনোনয়নপত্র গৃহিত হলেও মৌসম ও দীনেশ বাজাজের মনোনয়নপত্র নিয়ে বাম-কংগ্রেস শিবির আপত্তি তোলে। মৌসমের মনোনয়নপত্রের সঙ্গে যে হলফনামা দেওয়া হয়েছে, সেখানে মৌসম নুর লেখা রয়েছে, যদিও বিরোধীপক্ষের দাবি ভোটার তালিকায় এই তৃণমূল নেত্রীর নাম মৌসম বেনজির নুর। একই সঙ্গে হলফনামায় মৌসম তাঁর সম্পত্তি সংক্রান্ত যে তথ্য দিয়েছেন, সেই তথ্য নিয়েও বাম-কংগ্রেস প্রশ্ন তুলেছিল।