করোনা মোকাবিলায় দেশকে নয়া দিশা দেখাচ্ছে একদল বাঙালি

0
888

সৌমেন শীল, কলকাতা: করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিলেন একদল বাঙালি। দেশ জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে চালু করা হল এক স্বেচ্ছাসেবী সংস্থা। যার নাম কোভিড কেয়ার নেটওয়ার্ক সোসাইটি। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে একগুচ্ছ বলিষ্ঠ পরিকল্পনা করেছে এই সংস্থাটি।

আরও পড়ুন- উচ্চশিক্ষার ফাইনাল সেমিস্টার বাধ্যতামূলক, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

- Advertisement -

কোভিড কেয়ার নেটওয়ার্কের পক্ষ থেকে সংস্থার সহ-সভাপতি আইনজীবী অরিন্দম দাস বলেছেন, “জুলাই মাসের প্রথম দিন থেকে আমাদের কোভিড কেয়ার সোসাইটি যাত্রা শুরু করেছে। করোনা সংক্রমণ রোধ করা এবং এর জন্য মানুষকে সচেতন করা আমাদের লক্ষ্য। চিকিৎসক অভিজিৎ চৌধুরী এবং চিকিৎসক যোগীরাজ রায়ের অনুপ্রেরণায় এই উদ্যোগ নেওয়া হয়েছিল।”

ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষকে ২৪ ঘণ্টা চিকিৎসার পরমার্শ দেওয়ার ব্যবস্থা করেছে কোভিড কেয়ার নেটওয়ার্ক। সেই জন্য চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। যার মাধ্যমে সর্বক্ষণ সাধারণ মানুষকে চিকিৎসার পরামর্শ দেওয়া হবে। করোনায় আক্রান্ত ব্যক্তিরা ছাড়াও সাধারণ মানুষেরাও ফোন করে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন। এমনই জানিয়েছেন অরিন্দমবাবু। কোভিড কেয়ার নেটওয়ার্কের হেল্পলাইন নম্বরটি হল- ১৮০০৮৮৯১৮১৯।

আরও পড়ুন- রাত পোহালেই ‘লম্বা লকডাউনে’র পথে বাংলা

আইনজীবী তথা কোভিড কেয়ার নেটওয়ার্কের সহ-সভাপতি অরিন্দম দাস বলেছেন, “আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করলে সরাসরি চিকিৎসকদের সঙ্গেই কথা বলা যাবে। কোনও কল সেন্টার ধরণের পরিষেবা নয়। যারা হেল্পলাইনে আসা ফোন রিসিভ করবেন তাঁরা সকলেই চিকিৎসক। ওই নম্বরে ফোন করে সাধারণ মানুষেরা করোনা সংক্রান্ত যাবতীয় প্রশ্ন করতে পারেন। সকলকেই চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়া হবে।”

দেশ জুড়ে ক্রমশ আক্রান্তের সংখ্যা বাড়তে থাকার কারণে হাসপাতালগুলিতে সমস্যা দেখা দিচ্ছে। রোগীদের জন্য বেড পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় বাড়িতে থেকে করোনা রোগের চিকিৎসা করার জন্য রোগীদের পরামর্শ দিচ্ছে কোভিড কেয়ার নেটওয়ার্কের সঙ্গে জড়িত চিকিৎসকেরা। এতে সার্বিকভাবে করোনা মোকাবিলায় অনেকটাই এগিয়ে যাওয়া সম্ভব হবে বলেই মনে করছে সংস্থাটি। এছাড়াও প্লাজমা থেরাপির মাধ্যমে করোনা চিকিৎসা ব্যবস্থা আরও মজবুত করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন অরিন্দমবাবু।

আরও পড়ুন- ভবানীপুর এবং বাগবাজারে করোনা পরিস্থিতি নিয়ে চিন্তায় রয়েছে লালবাজার

কোনও ব্যক্তি করোনায় আক্রান্ত হলে তাঁকে সামাজিক বয়কটের শিকার হতে হয়। আরও বড় বিষয় হচ্ছে ওই আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে গেলেও তাঁকে সমাজ থেকে দূরে রাখতে চায় সাধারণ মানুষ। এই অবস্থায় তাঁদের বুঝিয়ে সমাজকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে কোভিড কেয়ার নেটওয়ার্কের পক্ষ থেকে। এখনও পর্যন্ত এই সংস্থার সঙ্গে ৮৫ জন চিকিৎসক যুক্ত হয়েছেন। এই সংখ্যাটি ক্রমশ বাড়ছে বলে দাবি করেছেন অরিন্দম দাস। কলকাতা থেকে যাত্রা শুরু করা এই সংস্থাটির সমগ্র দেশেই পরিষেবা দেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন তিনি।