করোনার বাড়বাড়ন্তের জেরে শিয়ালদহ শাখায় বাতিল প্রচুর লোকাল ট্রেন

0
416

কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত কাবু গোটা দেশ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। ইতিমধ্যেই দেশে দৈনিক আক্রান্ত আড়াই লক্ষ ছাড়িয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গতেও দৈনিক সংক্রমণ ৮ হাজার পেরিয়ে গিয়েছে। করোনা কাঁটায় এবার শিয়ালদহ ডিভিশনে প্রচুর লোকাল ট্রেন বাতিল করা হল।

সম্প্রতি শিয়ালদহ ডিভিশনের একাধিক চালক ও গার্ডদের দেহে করোনা ভাইরাস মেলা। ফলে এই মুহুর্তে রেলের হাতে স্বাভাবিক পরিষেবা দেওয়ার মতো পর্যাপ্ত চালক-গার্ড নেই। সেকারণেই একসঙ্গে ২৯টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেল সূত্রে এমনটাই জানা গিয়েছে। এর জেরে নিত্যযাত্রীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হতে পারেন বলে মনে করা হচ্ছে।

- Advertisement -

করোনা মোকাবিলায় ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে রেল। লোকাল ট্রেন, প্ল্যাটফর্মে মাস্ক না পড়লে ৫০০টাকা জরিমানা করার কথা ঘোষণা করেছে রেল। রেল সূত্রে খবর, আজ থেকে শিয়ালদহ, হাওড়া সহ অন্যান্য জনবহুল স্টেশনে অভিযান চালানো হবে। পাশাপাশি রেলের বিশেষ দল চলন্ত ট্রেনেও অভিযান চালাতে পারেন বলে খবর।

এদিকে করোনা মোকাবিলায় এদিন বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ফের স্কুল বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একথা জানান। সূত্রের খবর আজ অর্থাৎ সোমবার বিকেলে রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হবে৷ সেখানে উল্লেখ করা থাকবে, মঙ্গলবার থেকে সমস্ত স্কুলগুলিতে গরমের ছুটি দেওয়া হবে৷ কতদিন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল সেই বিষয়ে এখনই কিছু জানা যাচ্ছে না৷

করোনার দ্বিতীয় ঢেউয়ে অল্পবয়সিদের আক্রান্ত হওয়ার হার সবচেয়ে বেশি৷ এই অবস্থায় কীভাবে ক্লাস চলছে তা নিয়ে চিন্তিত ছিল চিকিৎসকরা৷ তাই স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে চিঠি দিয়েছেন চিকিৎসকদের একাংশ৷ সেই মতো স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়৷