অনুব্রতর কাছে ‘টিউশন’ নিত গিয়াসউদ্দিন, বিস্ফোরক দাবি বিজেপি নেতার

0
23

খাস ডেস্ক: এই মুহূর্তে অন্যতম একটি আলোচিত বিষয় হয়ে উঠেছে আলিয়াকাণ্ড। আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থা করার অভিযোগে গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত গিয়াসউদ্দিন। ধৃত তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতার একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে তার সঙ্গে দেখা যাচ্ছে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনুব্রত এবং তৃণমূলকে কটাক্ষ করেন বিজেপি নেতা অনুপম হাজরা।

আরও পড়ুন: বুড়ো হাড়েও থাকুন ফিট, বাড়িতে চেয়ারে বসেই করুন শরীরচর্চা

- Advertisement -

বিজেপি নেতা টুইট করে লিখেছেন, ‘আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হেনস্থায় মূল অভিযুক্ত, গ্রেফতার হওয়া তৃণমূল ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডল কোন অধ্যাপকের কাছে টিউশন নিত, তার কিছুটা আন্দাজ পাওয়া গেল।’

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থা করার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলেছে বিরোধী দলগুলি। বঙ্গ বিজেপির অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের জমি হাতিয়ে নেওয়ার জন্যই উপাচার্যকে সরাতে চাইছে তৃণমূল। এরপর অন্যদিকে, আলিয়াকাণ্ডে জড়িত একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে একজন অন্যজনকে বলছে, ‘ববি দা এবং গোলাম রোব্বানি আমাকে এক সপ্তাহের মত সময় দিয়েছিল। বলা হয়েছিল নতুন উপাচার্য আসবে…।’ অপমানিত হওয়ার পর আর আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে থাকতে চান না মহম্মদ আলি। তিনি জানিয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে চান।’