বাংলাপক্ষের সৌজন্যে লোকাল ট্রেনের টিকিটে ফিরল বাংলা

0
1280

কলকাতা: দূরপাল্লার পাশাপাশি এবং লোকাল ট্রেনের টিকিটেও এবার জায়গা করে নিল বাংলা। যা মাঝে বন্ধ হয়ে গিয়েছিল। ফের তা চালু করল পূর্ব রেল। সৌজন্যে বাঙালি জাতীয়তাবাদী সংগঠন বাংলাপক্ষ।

আগে মোটা গাঢ় হলুদ রঙের কাগজের উপরে কালো হরফে লেখা থাকতো সফরের শুরু এবং গন্তব্য স্টেশনের নাম। বাংলা-হিন্দি এবং ইংরেজি ভাষায় পরপর লেখা থাকতো দুই স্টেশনের নাম। একদম নিচের দিকে থাকতো মূল্য। একটি যন্ত্রে মধ্যে পাঞ্চ করে দেওয়া হতো যাত্রার তারিখ।

- Advertisement -

রেলের সেই টিকিট এবং ইতিহাস। পরিবেশ রক্ষার্থে এবং খরচ বাঁচাতে রেলের টিকিট এখন হয়ে গিয়েছে কম্পিউটার চালিত। যাত্রীদের নির্দেশ মতো তৎক্ষণাৎ ছাপিয়ে দেওয়া হয় টিকিট। আর স্পষ্টভাবে ছাপা হয়ে যায় টিকিট কাটার তারিখ। যার কারণে জালিয়াতি করার কোনও উপায় থাকে না। যা আগের টিকিটে প্রায়ই হয়ে থাকতো।

সেই আধুনিকতার ছোঁয়ায় রেলের টিকিটের মধ্যে থেকে হারিয়ে গিয়েছিল বাংলা। পাতলা কাগজের সেই টিকিটে হিন্দি-ইংরেজি থাকলেও বাংলা থাকতো না। যার বিরুদ্ধে সওয়াল করতে শুরু করে বাংলাপক্ষ। ভারতের এই বাঙালি জাতীয়তাবাদী সংগঠনের পক্ষ থেকে রেলের টিকিটে বাংলা চেয়ে আবেদন করা হয় ২০১৯ সালের মে মাসে। পরের মাসেই বাংলাপক্ষের সহযোদ্ধা শুভব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাপক্ষের সেই আবেদনের জবাব দেয় রেল। জানিয়ে দেওয়া হয় যে খুব দ্রুত বিষয়টি বিবেচনা করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।

মাস ছয়েক পরে বাংলাপক্ষের সেই আবেদনে সাড়া দিয়ে ব্যবস্থা নিয়েছে পূর্ব রেল। বুধবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে যাত্রীদের সুবিধার্থে রেলের টিকিটে হিন্দি এবং ইংরেজির পাশাপাশি বাংলাতেও দুই স্টেশনের নাম ছাপা হবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে বাংলায় ছাপানো লোকাল ট্রেনের টিকিট। বুধবার থেকে তা চালু হলেও অনেক জায়গায় মাসিক বা ত্রৈমাসিক টিকিটের ক্ষেত্রে এখনও বাংলা চালু করা যায়নি। খুব দ্রুত তাও চালু হবে বলে জানিয়েছে পূর্ব রেল।

রেলের টিকিটে বাংলা ভাষার প্রত্যাবর্তন নিজেদের বিশেষ সাফল্য বলেই মনে করছে বাংলাপক্ষ। এই বিষয়ে বাংলাপক্ষের নেতা কৌশিক মাইতি বলেছেন, “বাংলা পক্ষর আন্দোলনের জয়।
রেলের টিকিটে ফিরল বাংলা। ইতিমধ্যেই বাংলা লেখা টিকিট প্রকাশিত হয়েছে।
কয়েক মাস আগে বাংলাপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছিল রেল কর্তৃপক্ষ, এবার পূর্ব রেল ট্যুইট করে জানাল রেলের টিকিট বাংলায় ছাপা হবে। বাঙালির স্বার্থে বাংলা পক্ষ লড়ছে।” সেই সঙ্গে তিনি আরও বলেছেন, “আমরা সর্বক্ষেত্রে বাংলা চাই। রেলের কর্মী, যারা বাংলায় কাজ করে, আরপিএফ সকলের বাংলা জানা ও বলা চাই। বাংলা পক্ষ বাঙালির স্বার্থে লড়ছে। এই লড়াইয়ে সামিল হওয়ার জন্য সকল বাঙালিকে আহ্বান জানাই।”