নোভেল করোনার মোকাবিলায় আইসোলেশন ওয়ার্ড বেলেঘাটা আইডিতে

0
117

নোভেল করোনা ভাইরাসের আতঙ্কে এখন গোটা বিশ্ব সহ কলকাতাও। কলকাতা বিমানবন্দরে ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। চিন থেকে আসা এই ভাইরাসে আক্রান্ত রোগীদের বিশেষভাবে চিকিৎসার জন্য বেলেঘাটা আইডি হাসপাতাল খুলল একটি আইসোলেশন ওয়ার্ড। এই ওয়ার্ডে আছে ১৬ টি কেবিন এবং ২টি আইসিইউ। প্রত্যেকটি কেবিনে আলাদা আলাদা শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। রয়েছে অক্সিজেন মাস্ক।

চিনের স্বাস্থ্য অধিকর্তারা জানিয়েছেন যে এই ভাইরাসের লক্ষণ হল নিউমোনিয়ার মতো অসুস্থ হয়ে পড়া। চিনের হোবে প্রদেশের হুওয়ান শহরে নিউমোনিয়ার লক্ষণ দেখা গেছে। এই রোগে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। এই ভাইরাসে ৪৪০ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এই ভাইরাস চিনের হুওয়ান সহ বেশ কিছু শহরে মারাত্মক আকার নিয়েছে।

- Advertisement -

জানা যাচ্ছে চিনের মাছ বাজার থেকেই ছড়িয়েছে এই ভাইরাস। যদিও বিজ্ঞানীরা এখনও সঠিক তথ্য দিতে পারেন নি এ বিষয়ে। এই রোগের কোনও ভ্যাকসিন বা প্রতিরোধের ওষুধ এখনও বের হয় নি। তাই কলকাতা-সহ চেন্নাই, হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও কোচিন বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

চিন থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ বিমানে ওঠার আগেই ইনফ্রারেড স্ক্যানারে স্বাস্থ্য পরীক্ষায় পাশ করে তবেই বেরোনো যাবে। ভারতেও নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। বেলেঘাটা আইডির এই বিশেষ ওয়ার্ডে নোভেল করোনা ভাইরাসকে মোকাবিলার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য দফতর থেকে এই হাসপাতালে যথাযথ ব্যবস্থা রাখার জন্য নির্দেশ দিয়ে বলা হয়েছে, যেন চিন থেকে আসা যাত্রীদের কারোর মধ্যে এই ভাইরাসে সংক্রমণের লক্ষণ দেখা গেলে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা রাখা হয়।