লকডাউনের শহরে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী

0
439
প্রতিকী ছবি

কলকাতা: করোনা মোকাবিলায় সমগ্র বাংলা জুড়ে সফল লকডাউন পালিত হয়েছে বৃহস্পতিবার। লকডাউন কার্যকর করতে কড়া ব্যবস্থা নিয়েছিল পুলিশ। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আর সেই তালিকাতেই জায়গা করে নিয়েছে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী।

আরও পড়ুন- ‘ভাবিজি পাপড়’ বাজারে আনলেন কেন্দ্রীয়মন্ত্রী, খেলে শরীরে তৈরি হবে অ্যান্টিবডি

- Advertisement -

বৃহস্পতিবার লকডাউনের দিনে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশি নাগরিককে। মূলত লকডাউন ভাঙার কারণেই তাকে পাকরাও করে পুলিশ। পরে জানা যায় যে ভিসা ছাড়াই ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করেছিল সে। মধ্য কলকাতা এলাকা থেকে ওই অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃত ব্যক্তির নাম মহম্মদ শামিম রাজা। বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা ওই ব্যক্তি। জেরায় সে অনুপ্রবেশের কথা কবুল করে নিয়েছে। মহম্মদ শামিম রাজা জানিয়েছে যে তার কাছে বাংলাদেশের বৈধ পাসপোর্ট রয়েছে। কিন্তু এদেশে আসতে হলে ভারত সরকারের পক্ষ থেকে যে ভিসা দেওয়া হয় সেটি তার কাছে নেই।

আরও পড়ুন- লোন চেয়ে ব্যাংকে আবেদন চা বিক্রেতার, পাল্টা চাপল ৫০ কোটি টাকার দেনা

লকডাউন কার্যকর করতে কড়া ভূমিকা নিয়েছিল কলকাতা পুলিশ। শহরের বিভিন্ন জায়গায় চলছিল নাকা চেকিং। সেই সময়েই মহাত্মা গান্ধী রোড এবং মল্লিক স্ট্রিটের মোড়ে এক ব্যক্তিকে দেখে তাকে পাকরাও করে পুলিশ। কথাবার্তা এবং চালচলনে সন্দেহ হওয়ায় শুরু হয় জেরা। তখনই জানা যায় যে ধৃত মহম্মদ শামিম রাজা বাংলাদেশের নাগরিক। লকডাউন ভঙ্গ এবং অনুপ্রবেশের দায়ে তাকে গ্রেফতার করা বড়বাজার থানার পুলিশ। ধৃতের কাছ থেকে বাংলাদেশের পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ওই দিন সকাল থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত লকডাউন ভেঙে বাইরে যাওয়ার অভিযোগে ৮৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মাস্ক ব্যবহার না করার জন্য গ্রেফতার করা হয়েছে ৫৫২ জনকে। দিন ভর অভিযানে মোট ৩০টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। রাস্তায় থুতু ফেলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৪০ জনকে।

আরও পড়ুন- সন্তানের অনলাইন ক্লাসের জন্য মোবাইল কিনতে বেচতে হল উপার্জনের একমাত্র সম্বল গরু