বঙ্গবাসীর উন্নতিতে যুগান্তকারী পদক্ষেপ নিল বাংলাপক্ষ

0
759

খাস খবর ডেস্ক: বাঙালি ব্যবসা বিমুখ, বাংলা শিল্প বিমুখ। আর সিভিল সার্ভিসের মতো প্রথম স্তরের চাকরির ক্ষেত্রে বিশেষ আগ্রহ নেই বাঙালিদের। এই প্রতিকূল পরিস্থিতি থেকে বাঙালিকে ঘুরে দাঁড় করাতে বিশেষ উদ্যোগ নিল বাংলাপক্ষ। চাকরি থেকে ব্যবসা সবকিছুর জন্য বাঙালি যুবক-যুবতীদের সাহায্য করতে বিশেষ পরিষেবা চালু করল ভারতে বাঙালির জাতীয়তাবাদী ওই সংগঠন।

আরও পড়ুন- পঞ্চম দফা ভোটের আগে আক্রান্ত বিজেপি কর্মী, অভিযুক্ত তৃণমূল

- Advertisement -

বাংলা নববর্ষের শুরু দিনে এক অভিনব উপহার নিয়ে এসেছে বাংলাপক্ষ। চালু করা হয়েছে হেল্পলাইন। দনের একটি নিদৃষ্ট সময়ে ফোন করে নেওয়া যাবে পরামর্শ। চাকরি থেকে ব্যবসা সব বিষয়েই পরামর্শ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন- ‘উনার সরকার গঠন হবে’, নাম না করে মমতাকেই কি এগিয়ে রাখলেন বিজেপি সাংসদ

এই বিষয়ে বাংলাপক্ষের তরফে জানানো হয়েছে যে মূলত গ্রাম ও মফস্বলের বাঙালি ছেলেমেয়েরা স্কুল শিক্ষকতার বাইরে অন্যান্য সরকারি চাকরির ব্যাপারে ওয়াকিবহাল নয়। বেশিরভাগই কোনো কেন্দ্র ও রাজ্য সরকারি চাকরির পরীক্ষা দেয় না। অনেক যোগ্য ছেলেমেয়েও WBCS দেওয়ার কথা ভাবে না। অনেকেই দীশাহীন। এই জটিলতা কাটিয়ে উঠতেই হেল্পলাইন নম্বর চালুর উদ্যোগ।

আরও পড়ুন- নববর্ষের শুভেচ্ছা বার্তাতেও ধর্মের গোঁড়ামি, প্রশ্ন তুললেন ঋদ্ধি সেন

নানা রকম প্রসেশনাল কোর্স হয় যেমন এসি সারানো, ফ্রিজ সারানো বা অন্যান্য কারিগরী বা হাতের কাজ- অনেকেরই এসব নয়ে ধারণা নেই। কিন্তু আয়ের সুযোগ ব্যাপক। হাতের শিখে কোথায় কাজ পাওয়া যায় অনেকেই তা জানে না। বা কোথা থেকে কোন প্রফেশনাল কোর্স করবে জানে না। সেই বিষয়েও পরামর্শ দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাপক্ষ।

চাকরি ছাড়া ব্যাবসা নিয়েও বিশেষ পরিকল্পনা করেছে বাংলাপক্ষ। ব্যবসা করে সম্পদ বাড়ানোর পক্ষে বরাবরই সওয়াল করা হয়েছে এই সংগঠনের পক্ষ থেকে। এই বিষয়ে বাংলাপক্ষ পরামর্শ দেওয়ার পরিকল্পনা করেছে। ওই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, “পুঁজির লড়াইয়ে পিছিয়ে বাঙালি। বাঙালি যুবসমাজ আগে ব্যবসা নিয়ে এত ভাবিত ছিল না। সময় বদলাচ্ছে। বাঙালি এগোতে হলে ব্যবসা করতে হবে। কিন্তু অনেকেই দিশাহারা। বুঝতে উঠতে পারছে না কি ব্যবসা করবে। কোন পুঁজিতে কি ব্যবসা করা যায়, কি ব্যবসা করবে, কোন লোনের স্কিম আছে সবই জানা যাবে একটিমাত্র ফোন কলের মাধ্যমে।”

আরও পড়ুন- বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের প্রাক্তন সদস্যের বিরুদ্ধে

কৃষিকাজ নিয়েও বড় পরিকল্পনা রয়েছে এই সংগঠনের। কারণ বাংলা শস্য-শ্যামলা রাজ্য। বাংলায় ধান, আলু, বাদাম, তিল, পাট ও সবজি চাষ হয় ব্যাপক। কিন্তু গতানুগতিক চাষের বাইরে গিয়ে নানা লাভজনক চাষের চেষ্টা করে না। তথাকথিত চাষবাসের বাইরে গিয়ে অনেক লাভজনক চাষ করা যায়। সেই বিষয়েও পরামর্শ দেওয়ার পরিকল্পনা করেছে বাংলাপক্ষ।

একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে ওই সংগঠনের পক্ষ থেকে। প্রতিদিন রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত চালু থাকবে ওই হেল্পলাইন নম্বর। ফোন করে নেওয়া যাবে পরামর্শ। বাংলার ছেলেমেয়েদের আয়ের সঠিক দিশা দেখাতে বাংলাপক্ষর বিশেষজ্ঞরা পরামর্শ দেবেন।