ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে ফের ইডেনে বাংলাপক্ষ

0
65

সৌমেন শীল, কলকাতা: রাজনীতির ময়দান যখন উত্তপ্র বহিরাগত বিতর্কে। সেই সময়ে রাজ্যের ক্রিকেট দলে বহিরাগত খেলোয়াড়দের অপসারণের দাবিতে সরব হল বাংলাপক্ষ। ভূমিপুত্র সংরক্ষণের দাবি নিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তথা সিএবি দফতরে দেওয়া হল স্মারকলিপি।

আরও পড়ুন- বিধানসভা নির্বাচনে হার স্বীকার করে নিয়েছেন মমতা, দাবি মোদীর

- Advertisement -

চাকরি এবং শিক্ষাক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে বরাবরই সরব হয় বাংলাপক্ষ। অনেক ক্ষেত্রেই এসেছে সাফল্য। ভারতে বাঙালির জাতীয় সংগঠনের সেই সাফল্যের ধারা অব্যাহত রেখে ক্রিকেটের ময়দানেও ভূমিপুত্র সংরক্ষণের দাবি তুলেছিল ওই সংগঠন। রঞ্জি ট্রফির মতো ঘরোনা টুর্ণামেন্টে ভূমিপুত্র সংরক্ষণের দাবি তুলেছিল বাংলাপক্ষ। রীতিমতো ইডেন গার্ডেন্সের সামনে গিয়ে বিক্ষোভ দেখায় ওই সংগঠনের সদস্যরা।

আরও পড়ুন- বহিরাগত ইস্যুতে নেতাজিকে টেনে মমতাকে আক্রমণ মোদীর

এরপরেই জরুরী বৈঠক ডাকে সিএবি কর্তারা। আর তাতেই ঘরোয়া ক্রিকেটে ডোমিসাইল নিয়ে বড় সিদ্ধান্ত নেয় সিএবি। ভিন্নরাজ্যের ক্রিকেটারদের জাল আঁধার কার্ড , বয়সের জাল প্রমান পত্র এবং ভুয়ো ঠিকানা সংক্রান্ত সমস্ত জালিয়াতি ময়দানে বন্ধ করতে পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করে সিএবি কর্তৃপক্ষ।

সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আগামীদিনে আর জাল আঁধার কার্ড, ভোটার কার্ড, এবং বয়সের প্রমান পত্র দেখিয়ে সিএবি টুর্নামেন্টে খেলা যাবে না| এই সংক্রান্ত সমস্ত রকম জালিয়াতি বন্ধ করতে পুলিশের তরফ থেকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন লালবাজারের কর্তারা। সিএবি সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে শুধু আধার কার্ড কে হাতিয়ার করেই আর ঘরোয়া ক্রিকেট খেলা যাবে না।

আরও পড়ুন- প্রার্থী করেনি দল, নির্দল হয়ে ভোটে লড়ছেন তৃণমূলের বিদায়ী বিধায়ক

সেই সিদ্ধান্ত কতটা কার্যকর হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এই অবস্থায় বাংলার ক্রিকেটে সঠিক এবং সম্পূর্ণ ভাবে ডোমেসাইল নীতি প্রয়োগ করার দাবি নিয়ে শনিবার বাংলা পক্ষের ক্রীড়া সংক্রান্ত উপসমিতি ক্রীড়া পক্ষের তরফে সিএবি দফতরে একটি স্মারক লিপি প্রদান করা হয়।

এই বিষয়ে ওই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে ঘরোয়া ক্রিকেটে ভিনরাজ্য থেকে বেশ কিছু খেলোয়াড় এনে বাংলা ক্রিকেট দলের খেলার ফলাফল সাম্প্রতিক কালে যথেষ্ট খারাপ। বিজয় হাজারে ট্রফিতে বাংলা খারাপ ভাবে হারের মুখোমুখি হয়েছে। কিন্তু বাংলার বিভিন্ন জেলায় যথেষ্ট ভালো খেলোয়াড় রয়েছে। তারা ধারাবাহিক ভাবে দলে সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে, এবং এর ফলে বাংলা থেকে ভারতীয় দলে সুযোগের সম্ভাবনাও ক্রমশ কমে যাচ্ছে। বাংলা ক্রিকেট দলে রাজ্যের ছেলেদের সুযোগ বাড়ানোর দাবিতে আন্দোলন চলবে।

আরও পড়ুন- হাওড়ায় যোগী আদিত্যনাথের রোড শো-তে জনজোয়ার

কলকাতা নাইট রাইডার্সের মধ্যে অবাঙালিদের আধিক্য নিয়ে সরব হয়েছিল বাংলাপক্ষ। সেই সঙ্গে জাতীয় স্তরে বাঙালি ক্রিকেটারদের জায়গা না পাওয়া নিয়েও আওয়াজ তুলেছিল। পশ্চিমবঙ্গের রঞ্জি ট্রফি খেলার জন্য দল বাছাই করতে জেলা ভিত্তিক টুর্ণামেন্টের আয়োজন করার দাবি করা হয়েছিল ওই সংগঠনের পক্ষ থেকে। সেই সঙ্গে বাংলার রঞ্জি দলের ১১ জন খেলোয়াড়ই যাতে ভূমিপুত্র হয় সেই দাবিও করা হয়।