প্রথম দিন লকডাউন অমান্য করায় গ্রেফতার ২৫৫

0
164

কলকাতা: জনশূণ্য রাস্তাঘাট৷ যানবাহনেরও তেমন দেখা নেই৷ চারিদিক যেন ফাঁকা মাঠের মতো ধূ ধূ করছে৷ বিগত কয়েক বছরে হয়তো এই দৃশ্য কখনও দেখেনি কলকাতা বা শহরতলির মানুষজন৷ গোটা দেশ সহ কলকাতাবাসীকে মারণ ভাইরাস করোনার হাত থেকে বাঁচাতে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়৷

লকডাউন অর্থাৎ জরুরি ভিত্তিতে কিছু দোকান ও হাসপাতাল খোলা থাকবে৷ এবার প্রশ্ন উঠছে এই নিয়ম মানছে কজন? সবাইকে সমানভাবে সাবধান হতে হবে৷ তাই এবার সকলকে সাবধান করতে পথে নামল পুলিশ৷ সোমবার থেকে শুরু হয়েছে লকডাউন৷ আর প্রথম দিনই লকডাউন অমান্য করায় ২৫৫ জনকে গ্রেফতার করে পুলিশ৷

- Advertisement -

করোনা ভাইরাসের হাত থেকে ভারতবাসীকে বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার কার্ফু জারি করেছিল৷ সেই দিনই ঘোষণা করা হয় সোমবার বিকেল ৫ টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত কার্যকরী হবে লকডাউন৷ চাল, ডাল, তেল সহ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসই কেবলমাত্র কেনা যাবে৷ সংখ্যায় খুব দোকানই খোলা থাকবে৷

করোনা মোকাবিলায় ইতিমধ্যেই কেন্দ্রের মহামারী আইন কার্যকর করেছে রাজ্য সরকার৷ সেই আইনে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর অনুচ্ছেদে কথা উল্লেখ রয়েছে৷ যেখানে বলা হয়েছে, লকডাউন উপেক্ষা করলে সর্বাধিক ৬ মাস কারাদণ্ড অথবা ১ হাজার টাকা জরিমানা বা কারাদণ্ড ও জরিমানা উভয় হতে পারে৷

করোনা পরিস্থিতি যাতে খারাপের দিকে না যায়, তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে৷ সোমবার বিকেল ৫টার পরও কিছু গাড়ির চালক ও পথচারী লক ডাউন অমান্য করে রাস্তায় বেরিয়েছিলেন৷ গড়িয়াহাটে যে দু-একটি দোকান খোলা ছিল, তাও বন্ধ করে দেয় পুলিশ। দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার যাতে তা না ঘটে, তার জন্য সতর্ক পুলিশ৷