চিন্তায় আমজনতা, কলকাতায় ১৫ শতাংশ বাড়ল অ্যাপ ক্যাবের ভাড়া

0
65

কলকাতা: ১ জুলাই থেকে রাজ্যে সরকারি ও বেসরকারি বাস চালনার নির্দেশ মুখ্যমন্ত্রী দিলেও যাত্রা শুরুর আগেই দেখা দিয়েছে ভাড়া নিয়ে সমস্যা। বাস মালিক্রা জানিয়েছেন করোনা আবহে ও পেট্রোল-ডিজেলের আকাশ ছোঁয়া দামের মধ্যে পুরানো ভাড়ায় বাস চালানো সম্ভব নয়। বাস ভাড়া বৃদ্ধির মধ্যেই এবার বাড়ল অ্যাপ ক্যাবের ভাড়া। এতেই বেজায় চাপে পড়েছেন আমজনতা।

করোনার দ্বিতীয় ঢেউ আহাত হানার পর থেকেই বন্ধ গণ পরিবহণ ব্যবস্থা। সাধারনেই জন্য চলছে না ট্রেন, মেট্রো, অটো। এই সময়ে সাধারনেই ভরসা ছিল ট্যাক্সি কিংবা অ্যাপ ক্যাবই। কিন্তু এবার থেকে অনলাইনে অ্যাপ ক্যাব বুক করে উঠলেই পকেট থেকে খসবে বেশী টাকা। করোনা আবহে মন্দার বাজারে সেটাই ভাবাচ্ছে সকলকে। অ্যাপ ক্যাবের ভাড়া বাড়ল ১৫ শতাংশ। জানা গিয়েছে আগে এই অনলাইনে ভাড়া করা ক্যাবে উঠলে দিতে হত কিলোমিটারে ১০ টাকা। এখন থেকে দিতে হবে ১৪ টাকা ৭০ পয়সা।

- Advertisement -

আরও পড়ুন- এবার শিশু পাচারকারীদের শায়েস্তা করার দায়িত্ব অক্ষয়ের কাঁধে

ভাড়া বৃদ্ধির কারণ হিসাবে পেট্রল-ডিজেটেলর দামকেই দায়ী করা হয়েছে। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ছাড়িয়েছে ৯৮ টাকার গণ্ডি। সেঞ্চুরি করতে আর ২ পা বাকি। ১১টি রাজ্যে ইতিমধ্যেই ১০০ গণ্ডি পেরিয়েছে পেট্রলের দাম। এই অবস্থায় ভাড়া বাড়ানো ছাড়া আর কোনও গতি নেই বলেই জানাছেন অ্যাব ক্যাব সংস্থাগুলি। অন্যদিকে বাস মালিকরাও এই একই দাবি করছেন ৫০ শতাংশ লোক নিয়ে বাস চালনার ক্ষেত্রে।