মিরর অ্যাপের ফাঁদে লক্ষাধিক টাকা খোয়ালেন কলকাতার প্রৌঢ়

0
98

খাসখবর ডেস্ক: এ এক নতুন ফাঁদ, অভিনব পন্থায় প্রতারণা! খাস কলকাতায় সিম দেওয়ার নামে প্রথমে মোবাইলের নিয়ন্ত্রণ নিজের দখলে এনে পরে সেই মোবাইল থেকে তথ্য হাতিয়ে লক্ষাধিক টাকা হাতিয়েছে দুষ্কৃতীরা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিজেকে মোবাইল সংস্থার কর্মচারী বলে পরিচয় দিয়ে ১ লক্ষ ৮০ হাজার টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেছেন পূর্ব কলকাতার আনন্দপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির কাছে একটি ফোন আসে। যিনি ফোন করেছিলেন সেই ব্যক্তি নিজেকে ওই মোবাইল সংস্থার কর্মী বলে পরিচয় দেয়।

- Advertisement -

তারপরই সহজে সিম কার্ড দেওয়ার টোপ দেয় সে। তবে সিম নিতে গেলে শুধু আধার কার্ডের কপি ও আর আঙুলের ছাপ পাঠাতে হবে বলে জানান। এতে আনন্দপুর এলাকার বাসিন্দা রাজিও হয়ে যান। একই সঙ্গে তাঁকে একটি অ্যাপ ডাউনলোড করে ১০ টাকা অনলাইনে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে বলা হয়। তিনি বুঝতেও পারেননি যে, ওই অ্যাপটি আসলে ‘মিরর অ্যাপ’ ফলে খুব সহজেই প্রতারকের চক্রে জড়িয়ে যান।

বৃদ্ধ ওই অ্যাপ ডাউনলোড করার পরই তাঁর মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ওই ব্যাংক জালিয়াত। ফলে কী ওটিপি আসছে, তাও অতি সহজে জেনে যায় সে। তার মাধ্যমে দু’দফায় ৮১ হাজার ৪০ টাকা ও ৯৯ হাজার ২৭৪ টাকা তুলে নেয় ব্যাংক জালিয়াতরা।

জানা গিয়েছে, একটি বেসরকারি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ওই টাকা তুলে নেওয়া হয়েছে। বৃদ্ধ এই ব্যাপারে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।