কলকাতায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩

0
109

কলকাতা: কলকাতা বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা ২জন যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা যাচ্ছে। কলকাতা বিমানবন্দরের কর্মকর্তাদের সূত্রে খবর বৃহস্পতিবার এই ২ জনের মধ্যে করোনাভাইরাস ধরা পড়েছে। ইতিমধ্যেই কলকাতায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ জন।

নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচাওল্ক কৌশিক ভট্টাচার্য্য জানান, হিমাদ্রি বর্মন নামে এক যাত্রী মঙ্গলবার এই ভাইরাসে আক্রান্ত ধরা পড়েছে এবং বুধবার নগেন্দ্র সিং নামের আর এক যাত্রীর মধ্যেও পাওয়া গেছে করোনাভাইরাস। এই ২জনকেই পাঠানো হয় বেলিয়াঘাটা আইডি হাসপাতালে। তিনি আরও জানান, আগে অনিতা ওরাওন নামের আর এক যাত্রীর মধ্যেও থার্মাল স্ক্যানিং-এর সময় ধরা পড়ে করোনা।

- Advertisement -

জানা যাচ্ছে, ২টি বিমান সংস্থা তাদের চিন এবং কলকাতার মধ্যে সরাসরি যে বিমানগুলি চলে সেই সমস্ত বিমানগুলিকে বাতিল করেছে। ৬ ফেব্রুয়ারি থেকে ইন্ডিগো কলকাতা-গুয়াংঝোর বিমান চলাচল কে বাতিল করেছে। এই বিমান সংস্থা জানিয়েছে, কলকাতা-গুয়াংঝোর পরিষেবা বন্ধ থাকবে ৬ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২০, এবং গুয়াংঝো থেকে কলকাতার পরিষেবা বন্ধ থাকবে ৭ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২০। সূত্র অনুযায়ী, বর্তমানে হংকং, সিঙ্গাপুর এবং ব্যাংকক থেকে আসা সমস্ত যাত্রীদের পরীক্ষা নিরীক্ষার পরেই ছাড়া হচ্ছে।