সহস্রাধিক কলাকুশলীকে করোনা ভ্যাকসিন প্রদান যশ রাজ ফিল্মসের

0
153

মুম্বই: করোনার ধাক্কায় এখন টালমাটাল গোটা দেশ। করোনা আক্রান্তদের সংখ্যার সঙ্গে প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানিও। এইমুহূর্তে করোনা আতঙ্কে ভীত সন্ত্রস্ত দেশবাসী। পরিস্থিতির অবনতি হচ্ছে প্রতিদিন। করোনা থাবা বসিয়েছে বলিউডের একের পর এক সেলেব এবং ইন্ডাস্ট্রির নানা কলাকুশলীদের শরীরে।

করোনার সংক্ৰমণ থেকে বাদ যাচ্ছেন না কেউই। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন একাধিক বলি সেলেবরা। করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে কার্যত নড়বড়ে অবস্থা বিনোদন ইন্ডাস্ট্রির। মহারাষ্ট্র এখন কড়া লকডাউনের পথে হাঁটছে। বন্ধ রয়েছে ছবির শ্যুটিং।

- Advertisement -

এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন একাধিক বলি সেলেবরা। দেশজুড়ে চলছে টিকাকরণ। আবার টিকা নিয়ে সুস্থও হচ্ছেন বহু মানুষ। পাশাপাশি অনেক তারকাই করোনায় আক্রান্ত হওয়ার পর মানুষকে যত দ্রুত সম্ভব টিকা নেওয়ার আবেদন জানিয়েছেন।

এই পরিস্থিতিতে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে যশ রাজ ফিল্মস। জনপ্রিয় এই প্রোডাকশন হাউসের তরফে একটি নোটিশ জারি করা হয় মঙ্গলবার। সেখানে বলা হয়েছে, মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির ৩০ হাজার নিবন্ধিত সদস্যদের টিকা দেওয়ার ব্যবস্থা করবেন তাঁরা। ইতিমধ্যে ভ্যাকসিন সংগ্রহের অনুরোধও জানিয়েছেন তাঁরা। টিকাকরণের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে যশ রাজ ফিল্মস।

প্রসঙ্গত, যশ রাজ ফিল্মসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অক্ষয় ঋদ্ধিওয়ানি ওই নোটিশে বলেছেন, ”ফিল্ম ইন্ডাস্ট্রি এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই পুনরায় কাজ শুরু করা জরুরি। যাতে কয়েক হাজার কর্মী আবার জীবিকা নির্বাহ করতে এবং তাঁদের পরিবারকে রক্ষা করতে পারে। যশ রাজ ফিল্মস, দ্য যশ চোপড়া ফাউন্ডেশনের মাধ্যমে, আমরা এই ক্ষেত্রে সমর্থন জানাতে চাই।”

তিনি আরও বলেন, ”আমরা মহারাষ্ট্রের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি, যাতে ৩০ হাজার নিবন্ধিত কর্মী, যাঁরা মুম্বইয়ের চলচ্চিত্র শিল্প ফেডারেশনের সদস্য, তাঁদের জন্য করোনা ভ্যাকসিন দিতে পারি এবং আমাদের ভ্যাকসিন কেনার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছি।”