Tonic: দর্শকদের দাবিতে মাল্টিপ্লেক্সে বাড়তি শো ‘টনিক’এর

0
83

পূর্বাশা দাস: গত ২৫শে ডিসেম্বর বড়দিনের দিন অভিনেতা, সাংসদ  সুপারস্টার দেবের জন্মদিন। আর এই বছর দেবের জন্মদিনের ঠিক আগের দিন মুক্তি পেয়েছে দেব, পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি ‘টনিক’। বাঙালিকে ক্রিসমাসের উপহার হিসেবে ‘টনিক’ দিয়েছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স।

আরও পড়ুন: Smriti Irani: পর্দার ‘সাঁস’ থেকে এবার বাস্তবেও শাশুড়ি হতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী

- Advertisement -

ইতিমধ্যেই দেব এবং পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত এই ছবিটি দর্শক এবং সমালোচক মহলে প্রশংসা কুড়িয়েছে। এই ছবির অন্যতম ট্যাগলাইন “নো প্যানিক, অনলি টনিক” মনে ধরেছে দর্শকদের। এই ছবি জেনারেশন গ্যাপ এর গল্প বলবে। এই ছবি জীবনে ভালো ভাবে বাঁচার মন্ত্র শেখাবে। আর সেই টানেই হলমুখো হচ্ছেন দর্শক।

এই ছবির বেশিরভাগ শো হাউজফুল। তাই দর্শকদের অনুরোধে একটি জনপ্রিয় মাল্টিপ্লেক্সে টনিক ছবির শোয়ের সংখ্যা বাড়াতে হল। এই পুরো ঘটনাটি শেয়ার করলেন ছবির প্রযোজক তথা অন্যতম অভিনেতা স্বয়ং দেব। বলাবাহুল্য বাংলা ছবির এই সাফল্য করোনাকাল কাটিয়ে বহুদিন পর টলিউডের মরা গাঙে ব্যবসায়িক জোয়ার আনবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।